আখিরুজ্জামান সোহান: [২] সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, হজ চলাকালে গ্রেপ্তারকৃত ওই ৯জন ব্যক্তি কোন ধরনের পূর্ব অনুমতি ব্যতিত হজের বিধিনিষেধ আরেপিত এলাকার মধ্যে ঢুকে পরে। আর এই অপরাধেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। সৌদি গেজেট
[৩] এসপিএ'র এক বিবৃতিতে আরও বলা হয়, হজ সুরক্ষা বাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার মো. সামি আল-শুওয়াইরেক বলেন, অভিযুক্ত ৯ ব্যাক্তির প্রত্যেকজনকে ১০,০০০ সৌদি রিয়াল (২ লক্ষ ২৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
[৪] সৌদি সকল নাগরিক, বিশেষ করে হজের পার্শবর্তী অঞ্চলগুলোর বাসিন্দাদের এবারের হজ মৌসুমে আরোপিত বিধিনিষেধ পালনে আরও বেশি সচেষ্ট হতে বলেন ব্রিগেড কর্মকর্তা আল-শুওয়াইরেক ।
[৫] নিরাপত্তার কাজে নিয়োজিত সকলের উদ্দেশ্য করে এই সরকরি কর্মকর্তা বলেন, আগামী ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপিত মিনা, মুজদালিফা, আরাফায় যারা বিনা অনুমতিতে প্রবেশ করবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।