শিরোনাম
◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা-ফেন্সিডিলসহ আটক ৩

সুজন কৈরী: ঢাকার ওয়ারী ও ধামরাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৪।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ জানিয়েছে, শনিবার দুপুরে ধামরাই থানাধীন ধুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি ৭৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় জুয়েল রানা (২৪) ও হৃদয় (২২) নামের দুজনকে। তারা পিকআপে করে গাঁজাগুলো বহন করছিলেন। মাদক বহনে ব্যবহৃত পিকআপ, ২টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১ হাজার ৪৫৭ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে পিকআপের ভিতর অভিনব কায়দায় আলাদা চেম্বারের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন তথ্যে ব্যাটালিয়নের একটি দল জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য শ্যামলী পরিবহনে যাত্রী বেশে ফেন্সিডিলের চালান টিকাটুলির হাটখোলা রোড হয়ে চট্টগাম যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে শনিবার সকালে টিকাটুলি যাত্রী ছাউনীর সামনে অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। এ সময় সাহনিলা শাহডাব ওরফে জারা (২৯) নামের একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়