শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা-ফেন্সিডিলসহ আটক ৩

সুজন কৈরী: ঢাকার ওয়ারী ও ধামরাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৪।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ জানিয়েছে, শনিবার দুপুরে ধামরাই থানাধীন ধুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি ৭৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় জুয়েল রানা (২৪) ও হৃদয় (২২) নামের দুজনকে। তারা পিকআপে করে গাঁজাগুলো বহন করছিলেন। মাদক বহনে ব্যবহৃত পিকআপ, ২টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১ হাজার ৪৫৭ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে পিকআপের ভিতর অভিনব কায়দায় আলাদা চেম্বারের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

র‌্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন তথ্যে ব্যাটালিয়নের একটি দল জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য শ্যামলী পরিবহনে যাত্রী বেশে ফেন্সিডিলের চালান টিকাটুলির হাটখোলা রোড হয়ে চট্টগাম যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে শনিবার সকালে টিকাটুলি যাত্রী ছাউনীর সামনে অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। এ সময় সাহনিলা শাহডাব ওরফে জারা (২৯) নামের একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়