গিয়াস উদ্দিন : [২] চট্টগ্রামের পটিয়ায় রাতের খাবার খেয়ে একই পরিবারের ৫ জন অজ্ঞান হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৬ জুলাই) রাত ১০ টায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলতাফ মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে।
[৩] এদিকে রাত ৩ টায় অজ্ঞান অবস্থায় তাদের পটিয়া হাসপাতালে নিয়ে যায়। তৎমধ্যে চিকিৎসা শেষে ৩ জন বাড়ি ফিরলেও বাকি ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
[৪] অসুস্থরা হলেন, মিনা আকতার (২৭), নুর আয়েশা বেগম (৬৫), ফাহাদ (৭), ইসপিতা (১৪) ও ইফতি (১৮)। এদের মধ্যে মিনা আকতার ও আয়েশা বেগমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই পরিবারের বড় মেয়ে আবিদা সুলতানা।
[৫] এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ জানান, শুক্রবার রাত ১০ টায় ভাত খেয়ে ঘুমাতে গেলে একই পরিবারের (৫ জন) অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শেষে ৩ জন বাড়ি ফিরেছে বাকি দুইজন এখনো অসুস্থ অবস্থায় জেনারেল হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে। তবে ভাতের মধ্যে বিষক্রিয়া ছিল কি না তা এখনো জানা যায়নি।