শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত ভেবে দাফনের প্রস্তুতি, ৯৯৯ কলে বাচঁলো জীবন

বগুড়া প্রতিনিধিঃ [২] শহরের পালসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনদিন ধরে পরে থাকা কঙ্কাল প্রায় নাসির মন্ডল (৪৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে জীবন বাচিঁয়েছে পুলিশ। নাসির মন্ডল শহরের মধ্যে পালসা (মন্ডল পাড়া) গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।

[৩] এর আগে স্থানীয়রা নাসিরকে মৃত ভেবে খাটিয়া এনে দাফনের প্রস্তুতি নিতে থাকে। তবে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ এসে তাকে জীবিত পেয়ে হাসপাতালে নিয়ে যায়।

[৪] উপশহর পুলিশ ফাঁড়ির এসআই রহিম রানা এ প্রতিবেদক-কে বলেন, এক সময় নাসির অনেক টাকা পয়সা ও সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তার শহরে থাকা প্রায় আড়াই বিঘা জমি বিক্রি করে ফেলে। আর একারণে প্রায় ৬মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।

[৫] সম্পত্তি ও টাকা পয়সা না থাকায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ মান-অভিমান ও শোকে নাসির সম্পূর্ণ ভাবে খাওয়া দেওয়া বন্ধ করে দেয়। শুধু মাত্র ফলের জুস খেয়ে তিনি জীবন ধারণ করতো। একপর্যায়ে নিজের ভিটেমাটি ছেড়ে নাসির স্থানীয় এক গ্যারেজে বসবাস শুরু করেন। সেখান থেকে তিনদিন আগে তিনি পালসা প্রাইমারি সরকারি স্কুল মাঠে এসে থাকা শুরু করেন। প্রতিবেশীরা তাকে খাওয়ানো চেষ্টা করলেও তিনি খাবার গ্রহণ করেননি।

[৬] শুক্রবার এশার নামাজ পরে তার বোন জামাই সাইদুল মন্ডল তাকে দেখতে আসলে দেখে তার কোন নড়াচড়া নেই। পরে স্থানীয়রা তাকে মৃত ভেবে খাটিয়া এনে ধর্মীর রীতিমতো দাফনের কাজের প্রস্তুতি নেয়। এসময় স্থানীয় এক যুবক ৯৯৯ এ কল করে আমাদের জানায়। পরে আমরা এসে দেখি নাসিরে চোখ খোলা ও কঙ্কাল প্রায় শরীর প্রাথমিক কিছু পরীক্ষা করে বুঝতে পারি তিনি বেঁচে আছেন।

[৭] তিনি আরও বলেন, বিষয়টি খুব কষ্টকর যে ৩ঘন্টায় মানুষটিকে শত শত উৎসুক জনতার মাঝে কেউ যাচাই করে দেখেনি সে বেঁচে আছে কিনা। আমরা না আসলে হয়তো তাকে মৃত ভেবে জীবিত দাফন করত। মূলত ৬ মাস সে কোনরকম খাবার না খাওয়ায় এই অবস্থা হয়েছে।

[৮] জেলার অতিরিক্ত পুলিশ সপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ এ প্রতিবেদক-কে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। একজন জীবিত মানুষকে ৩ ঘন্টা ধরে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়