শিরোনাম

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ১০:৫২ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে করোনা ও উপসর্গে ১৪১ জনের মৃত্যু

মহসীন কবির: [২] শনিবার (১৭ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সময় টিভি

[৩] গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ১৭, রাজশাহীর ৯, পাবনার ৩, নাটোরে ১, বরিশালে ৬, ঝালকাঠিতে ১, বরগুনায় ২, পটুয়াখালীতে ১, পিরোজপুরে ২, সাতক্ষীরায় ৯, টাঙ্গাইলে ৬, কি‌শোরগ‌ঞ্জে ৪, চট্টগ্রামে ৫, সাতক্ষীরা ৯, ফরিদপুরে ২১, খুলনা ও যশোরে সর্বোচ্চ ১০ জন, কুষ্টিয়ায় ৮, চুয়াডাঙ্গায় ৫, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে, মাগুরায় এক ও বগুড়ায় ১৮ জন মারা গেছেন। সময় টিভি, বাংলানিউ২৪

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৮জন করোনা আক্রান্ত হয়ে বাকিরা উপসর্গ ও নেগেটিভ হওয়ার পর মারা গেছেন ৮ জন। হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ৯, পাবনার ৩, নাটোরে একজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। এরমধ্যে পজেটিভ ছিল ৩ জনের। তারা হলেন: বরিশালে ৬ জন, ঝালকাঠির একজন, বরগুনার দুই জন, পটুয়াখালী একজন, পিরোজপুর দুইজনের। শনাক্তের হার ৬০.১২।

সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৮৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। শনাক্তের হার ৪৮.৯৩ শতাংশ।

কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জ‌নের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৬'শ জন।

খুলনা বিভাগ: করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে খুলনা ও যশোরে সর্বোচ্চ ১০ জন, কুষ্টিয়ায় ৮, চুয়াডাঙ্গায় ৫, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন। একইসময় বিভাগে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

শনিবার (১৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুর: জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন।

বগুড়া: জেলায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়