শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদার টাকা না দেয়ায় আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেছে গৃহবধুর

উত্তম কুমার : [২] পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসী হামলায় হারুন হাওলাদার (৫৫) গুরুতর আহত হয়েছে। তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রী মনিরা বেগম’র আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেছে। এসময় আহত হয় তাদের সন্তান হানিফ হাওলাদার।

[৩] এ ঘটনা ঘটে বৃহষ্পতিবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারে।একই পরিবারের আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

[৪] আহত গৃহবধু মনিরা বেগম সাংবাদিকদের জানান, বেড়িবাঁরে জন্য একটি চায়না কোম্পানির কাছে মাটি বিক্রি করেন তার স্বামী হারুন হাওলাদার। মাটি বিক্রির টাকা থেকে চাঁদা দাবী করে স্থানীয় সোহেল ফকির। দাবী অনুযায়ী টাকা কম দেয়ায় প্রথমে হারুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেতলে দেয় সোহেল ও ছালাম ফকির। খবর শুনে গৃহবধু তার সন্তানকে নিয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালালো হয়। এসময় গৃহবধুকে নির্যাতন শেষে ডান হাতের আঙ্গুল কামড়ে ছিড়ে নেয় হয়েছে।

[৫] স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার বলেন, সোহেল ফকির এলাকার সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে। তার নামে থানায় একধিক মামলা আছে।

[৬] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়