শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদার টাকা না দেয়ায় আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেছে গৃহবধুর

উত্তম কুমার : [২] পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসী হামলায় হারুন হাওলাদার (৫৫) গুরুতর আহত হয়েছে। তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রী মনিরা বেগম’র আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেছে। এসময় আহত হয় তাদের সন্তান হানিফ হাওলাদার।

[৩] এ ঘটনা ঘটে বৃহষ্পতিবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারে।একই পরিবারের আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

[৪] আহত গৃহবধু মনিরা বেগম সাংবাদিকদের জানান, বেড়িবাঁরে জন্য একটি চায়না কোম্পানির কাছে মাটি বিক্রি করেন তার স্বামী হারুন হাওলাদার। মাটি বিক্রির টাকা থেকে চাঁদা দাবী করে স্থানীয় সোহেল ফকির। দাবী অনুযায়ী টাকা কম দেয়ায় প্রথমে হারুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেতলে দেয় সোহেল ও ছালাম ফকির। খবর শুনে গৃহবধু তার সন্তানকে নিয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালালো হয়। এসময় গৃহবধুকে নির্যাতন শেষে ডান হাতের আঙ্গুল কামড়ে ছিড়ে নেয় হয়েছে।

[৫] স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার বলেন, সোহেল ফকির এলাকার সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে। তার নামে থানায় একধিক মামলা আছে।

[৬] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়