শিরোনাম
◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদার টাকা না দেয়ায় আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেছে গৃহবধুর

উত্তম কুমার : [২] পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসী হামলায় হারুন হাওলাদার (৫৫) গুরুতর আহত হয়েছে। তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রী মনিরা বেগম’র আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেছে। এসময় আহত হয় তাদের সন্তান হানিফ হাওলাদার।

[৩] এ ঘটনা ঘটে বৃহষ্পতিবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারে।একই পরিবারের আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

[৪] আহত গৃহবধু মনিরা বেগম সাংবাদিকদের জানান, বেড়িবাঁরে জন্য একটি চায়না কোম্পানির কাছে মাটি বিক্রি করেন তার স্বামী হারুন হাওলাদার। মাটি বিক্রির টাকা থেকে চাঁদা দাবী করে স্থানীয় সোহেল ফকির। দাবী অনুযায়ী টাকা কম দেয়ায় প্রথমে হারুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেতলে দেয় সোহেল ও ছালাম ফকির। খবর শুনে গৃহবধু তার সন্তানকে নিয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালালো হয়। এসময় গৃহবধুকে নির্যাতন শেষে ডান হাতের আঙ্গুল কামড়ে ছিড়ে নেয় হয়েছে।

[৫] স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার বলেন, সোহেল ফকির এলাকার সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে। তার নামে থানায় একধিক মামলা আছে।

[৬] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়