শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদার টাকা না দেয়ায় আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেছে গৃহবধুর

উত্তম কুমার : [২] পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসী হামলায় হারুন হাওলাদার (৫৫) গুরুতর আহত হয়েছে। তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে স্ত্রী মনিরা বেগম’র আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলেছে। এসময় আহত হয় তাদের সন্তান হানিফ হাওলাদার।

[৩] এ ঘটনা ঘটে বৃহষ্পতিবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারে।একই পরিবারের আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

[৪] আহত গৃহবধু মনিরা বেগম সাংবাদিকদের জানান, বেড়িবাঁরে জন্য একটি চায়না কোম্পানির কাছে মাটি বিক্রি করেন তার স্বামী হারুন হাওলাদার। মাটি বিক্রির টাকা থেকে চাঁদা দাবী করে স্থানীয় সোহেল ফকির। দাবী অনুযায়ী টাকা কম দেয়ায় প্রথমে হারুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে থেতলে দেয় সোহেল ও ছালাম ফকির। খবর শুনে গৃহবধু তার সন্তানকে নিয়ে স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালালো হয়। এসময় গৃহবধুকে নির্যাতন শেষে ডান হাতের আঙ্গুল কামড়ে ছিড়ে নেয় হয়েছে।

[৫] স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার বলেন, সোহেল ফকির এলাকার সকল অপকর্মের সাথে জড়িত রয়েছে। তার নামে থানায় একধিক মামলা আছে।

[৬] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযুক্ত সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়