শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:৩৩ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরাজুল ইসলাম: সিআরবির ঐতিহ্য নিয়ে বাণিজ্য কেন?

মিরাজুল ইসলাম: বন্দর নগরী চট্টগ্রামের ঠিক মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে মানে সেই স্থানে সিআরবি’র অবস্থান। কী বৈশিষ্ট্য তার? ব্রিটিশ রেলওয়ে আমলের শতবর্ষী কলোনিয়াল স্থাপত্যকলার লাল দালান। তাকে ছাপিয়ে ছবির চেয়েও সুন্দর বিশাল ডালপালা ছাওয়া শতবর্ষী শিরিষ গাছের ছায়া। কয়েক দশক আগেও পাহাড়তলী এলাকা থেকে আমবাগান-টাইগার পাস হয়ে সিআরবি পর্যন্ত রাস্তার দুপাশে এমন ঘন গাছের সারি ছিলো, গ্রীষ্মকালে ছাতা ব্যবহার করতে হতো না। এখন উন্নয়নের দোহাই তুলে সেই পথের দু’ধারে অল্প কিছু বৃক্ষ টিকে আছে। আর কিছু আছে পুরো পলোগ্রাউন্ড এবং সিআরবি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে। শোনা যাচ্ছে চট্টগ্রাম শহরের ‘মিনি আমাজান’ খ্যাত সেই বিশাল বৃক্ষের অনেকগুলো কাটা পড়বে একটি কর্পোরেট হাসপাতাল বানাবার জন্য। হ্যাঁ, হাসপাতাল! কারণ এই জাতীয় প্রতিষ্ঠান নির্মাণে আমজনতার সহানুভূতি উপচে পড়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে এমন ইমোশন ধোপে টিকবে না। কারণ ওই একই স্থানে রেলওয়ে হাসপাতাল নামে একটি ‘ভাঙাচোড়া’ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইতোমধ্যে আছে বহু বছর ধরে। একসময় এটিও সেবার মানে অনেক আধুনিক ও যুগোপযোগী ছিলো। আমরা অনেকেই এই হাসপাতালের সেবা নিয়েছিলাম। কিন্তু এখন যথাযথ ব্যবস্থাপনার অভাবে কর্পোরেট ক্লিনিক ও শহরের সিণ্ডিকেট নিয়ন্ত্রিত হাসপাতালের সাথে পাল্লা দিয়ে সেটি এখন অর্ধমৃত। রেলওয়ের উচিত হবে রেলওয়ে হাসপাতালটির সংস্কার করা।
তাকে আধুনিক করা। বৃক্ষনিধন না করে এবং প্রাকৃতিক পরিবেশটিকে অর্থের লোভে বিক্রি না করে রেলওয়ে হাসপাতালটির বিদ্যমান ভৌত কাঠামো ও স্থাপত্যের পরিবর্ধন করে তার আধুনিকায়ন করা। বেসরকারি কর্পোরেট হাসপাতালের জন্য চট্টগ্রাম রেলওয়ের আরও প্রচুর পতিত ও বেহাত হয়ে যাওয়া জমি আছে, যার খবর সচেতন চট্টগ্রামবাসী অনেকেই জানেন। আমার জানা মতেÑ আম বাগান, ঝাউতলা বা পাহাড়তলীতে প্রচুর অব্যবহৃত বা দখলকৃত জমি আছে রেলওয়ে কর্তৃপক্ষের। সেগুলোর সদ্ব্যবহার করা যায় এমন কর্পোরেট হাসপাতাল নির্মাণে। সেজন্য তাদের সদর দপ্তরের ঐতিহ্য বিনষ্ট করা কেন? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আর যাই হোক চট্টলাবাসী এমন নৈসর্গিক প্রাকৃতিক বিনোদন স্পটের বৃক্ষগুলো রক্ষার জন্য একজোট হবেন। ক্রমে ঊষর হয়ে পড়া এই নগরীতে এমন সতেজ স্থান আর দ্বিতীয়টি নেই। এই জায়গাটিকে রেহাই দেওয়া হোক। ফরেস্ট হিল আর ফয়ে’স লেক এখন কেবল নস্টালজিয়া। ঠিক সেভাবে সিআরবি’র নিবিড় পাহাড় আর কালের স্বাক্ষী শতবর্ষী শিরিষ গাছের ছায়া আমাদের স্মৃতি থেকে মুছে যাক তা মেনে নেওয়া হবে কষ্টকর। সিআরবি অবিকৃত থাকুক। লেখক ও চিকিৎসক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়