শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ১১:০১ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে যুবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বিল্লাল হোসেন: [২] গাজীপুরের কালীগঞ্জে ইউপি নির্বাচনের বিরোধের জেরে এনামুল (২২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নির্বাচনে জয়লাভ করা স্বতন্ত্র প্রার্থী খাইরুল আলমের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

[৩] বুধবার (১৪ জুলাই) দিবাগত রাতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার স্থানীয় সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

[৪] এরআগে বুধবার (১৪ জুলাই) রাত পৌণে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায় এনামুল। তবে মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দু’পক্ষের মাঝে মারামারিক ঘটনা ঘটে।

[৫] নিহতের এনামুল উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যে নারগানা এলাকার আব্দুল বাতেনের ছেলে।

[৬] বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।

[৭] ওসি জানান, দুই পক্ষের মধ্যে দীর্ষদিনের বিরোধ চলছিল। গত ২০১৬ সালের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট তাদের এই বিরোধের জের ধরে মঙ্গলবার (১৩ জুলাই) রাতে এনামুলকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে প্রতিপক্ষের লোকজন। এনামুল মারাত্মকভাবে আহত হলে মমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান তার অবস্থার অবনতিহলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেন জরুরী বিভাগের চিকিৎসক। ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌণে নয়টায় ঢাকার একটি হাসতালে তিনি মারা যান।

[৮] ওসি আরো জানান, বুধবার (১৪ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি থানা পুলিশ। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাননি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত যথাযথ ব্যববস্থা নিবেন বলেও জানান তিনি।

[৯] ইউপি নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার বলেন, এনামুল নৌকার পক্ষে আমার কর্মী ছিল। আমার নির্বাচনী এজেন্ট থাকার কথা ছিল। কিন্তু আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা তাকে হত্যার হুমকি দিয়েছিল। পরে ভয়ে এনামুল নির্বাচনী এজেন্ট হয়নি। নির্বাচনের আগের দিন থেকেই এনামুল তার বাড়িতে লুকিয়ে ছিল। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে আনুমানিক সাড়ে আটটার দিকে সে বাড়ি থেকে বের হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। পরে ‍মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জুলাই) রাত পৌণে নয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযুক্তরা সকলেই নৌকার বিরুদ্ধে এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেছে।

[১০] তবে জামালপুর ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান খাইরুল আলম বলেন, এনামুলের উপর হামলার ঘটনায় জড়িতরা কেউ আমার লোক বা সমর্থক নয়। তারা সকলেই দুস্কৃতিকারী। তাদের সকলকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

[১১] উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধূরী জানান, তাদের মধ্যে আগে থেকেই পারিবারিক একটি বিরোধ ছিল।সেই বিরোধকে কেন্দ্রকরেই হামালার ঘটনা ঘটেছে। তার চাচা মো. আলম মিয়া জামালপুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে হিসেবে হামালায় নিহত এনামুল বাংলাদেশ আওয়ামী পরিবারের একজন সদস্য ছিলেন। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের পর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়