রাহুল রাজ: [২] জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ব্যাটে-বলে দাপুটের পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তবে মজার বিষয় হলো ম্যাচের ফলাফল আসেনি, ম্যাচ ড্র হয়েছে!
[৩] বুধবার ১৪ জুলাই, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক তামিম ইকবাল ১১টি চার ও ১টি ছক্কায় ৬২ বলে ৬৬ রান আর সাকিব ৩৭, মোহাম্মদ মিথুন ৩৯ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩৬ রানে করেন।
[৪] জিম্বাবুয়ে একাদশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তানাকা চিভাঙ্গা, ওয়েসলে মাধেভেরে ও ফারাজ আকরাম।
[৫] জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৪ রানে দুই ওপেনার ওয়েসলে মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানিকে হারিয়ে ফেলে স্বাগতিক দল। তাদের সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। এরপর মারকুটে ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তোলেন ডিওন মায়ার্স। বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে বল হাতে নামা এবাদত হোসেনের শিকার হয়ে তিনি সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৪২ রানে, যে ইনিংস খেলতে মোকাবেলা করেন ২৯ বল। পরের বলে এবাদত গোল্ডেন ডাকের স্বাদ দেন তিনাশে কামুনহুকামওয়েকে।
[৬] আর শেষপর্যন্ত ৪০.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান জড়ো করে জিম্বাবুয়ে। আর তখন আলোক সল্পতার কারনে ম্যাচ অফিসিয়াল ও দুই দলের অধিনায়ক এখানেই ম্যাচের ইতি মেনে নিলে ড্র ঘোষণা করা হয় প্রস্তুতি ম্যাচকে।
বাংলাদেশের পক্ষে সাইফউদ্দিন, এবাদত ও মোসাদ্দেক দুটি করে এবং শরিফুল একটি উইকেট শিকার করেন।
[৭] সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ: ২৯৬/৬ (৫০ ওভার)
তামিম ৬৬, মিঠুন ৩৯, সাকিব ৩৭, মোসাদ্দেক ৩৬, আফিফ ২৮, সোহান ১৮, সাইফউদ্দিন ১২*
মাধেভেরে ১২/২, চিভাঙ্গা ৪৪/২, আকরাম ৭৩/২
জিম্বাবুয়ে একাদশ : ১৮৯/৭ (৪০.১ ওভার)
মায়ার্স ৪২ (২৯) মারুমা ৫৯* (৫৯)
মোসাদ্দেক ১৩/২, সাইফউদ্দিন ৩৩/২, এবাদত ৩৭/২, শরিফুল ৩৯/১