শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিপক্ষে টেস্টে প্রশ্নবিদ্ধ জিম্বাবুয়ের কাইয়ার বোলিং অ্যাকশন

স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুইয়ান অফ স্পিনার রয় কাইয়ার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে অভিযোগ উঠেছে। ম্যাচ অফিশিয়ালদের দেয়া রিপোর্টের ভিত্তিতে এ অভিযোগ গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।

[৩] এখন কাইয়ার বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। সাধারণত অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর আইসিসি স্বীকৃত কেন্দ্রে সেটির পরীক্ষা দিতে হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সেটি সম্ভব নয় বলে আপাতত ভিডিও ফুটেজ বিশ্লেষণের ওপরই ভরসা করছে আইসিসি।

[৪] জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দুই সিরিজের দলে কাইয়া আছেন কি না, তা নিশ্চিত নয়। এখনো দুই সিরিজের দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে।

[৫] এই বিশেষজ্ঞ প্যানেল যদি কাইয়ার বোলিং অ্যাকশন অবৈধ বলে রায় দেয়, তাহলে সেটি চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে ২৯ বছর বয়সী জিম্বাবুইয়ান অফ স্পিনারের। বর্তমান পরিস্থিতিতে তার বোলিং অ্যাকশনের ফুটেজ এরপর পরীক্ষা করে দেখবে আরেকটি বিশেষজ্ঞ প্যানেল।

[৬] সে প্যানেলও যদি তার অ্যাকশনকে অবৈধ মনে করে, সে ক্ষেত্রে আন্তর্জাতিক ম্যাচে বোলিংয়ে নিষিদ্ধ হতে পারেন কাইয়া।

[৭] অবশ্য সন্দেহজনক হওয়ায় এখনই বোলিং থামাতে হবে না কাইয়াকে। চাইলে রায় আসার আগপর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দলে কাইয়া থাকছেন কিনা, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। জিম্বাবুয়ে এখনো সেই দুই সিরিজের দল ঘোষণা করেনি।

[৮] হারারে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বোলিং করেছিলেন কাইয়া, উইকেট পাননি একটিও। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত কাইয়ার এটি ছিলো তৃতীয় টেস্ট। অভিষেকের বছর একটি ওয়ানডে খেলেছিলেন তিনি, এ সংস্করণে আর ম্যাচ খেলেননি এখন পর্যন্ত। তবে এ বছর বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষেও দুটি ম্যাচ খেলেছিলেন কাইয়া। এখন পর্যন্ত ৩ টেস্টে উইকেটের দেখা পাননি তিনি।

[৯] জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী পরশু, তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে। একদিন বিরতি দিয়ে দিয়ে হবে ম্যাচ তিনটি, সিরিজ শেষ ২০ জুলাই।

[১০] তিন দিন পর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। সেখানেও প্রতি ম্যাচের মধ্যে একদিন করে বিরতি। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিট থেকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই হবে হারারেতে। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়