শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে সরকার সাংবাদিকদের যেভাবে সহায়তা করেছে, কোনো দেশে তা করেনি: এনামুল হক শামীম

সমীরণ রায়: [২] পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই সাংবাদিকদের কল্যাণে আইন প্রণয়ন করে ট্রাস্ট গঠন করেছে। শেখ হাসিনা সাংবাদিকদের সর্বদাই মূল্যায়ন করেন। সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশ্বসেরা।

[৩] তিনি বলেন, শেখ হাসিনার দেশ পরিচালনায় গণমাধ্যমের যুগান্তকারী বিকাশ ঘটেছে। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চাহিদা বেড়েছে। সরকারের উদারনৈতিক গণতান্ত্রিক মনোভাবের কারণেই সাম্প্রতিককালে দেশে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। তবে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে সাংবাদিকদের আপোষ করা উচিত নয়। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং দেশ বিরোধী নানান ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে পরিহার করা উচিত। সাংবাদিকদের প্রতি সরকারের উন্নয়নগুলো তুলে ধরার আহবান জানাচ্ছি।

[৪] তিনি আরও বলেন, বিএনপি নেতারা সাংবাদিক ইস্যুতে মাঝে মাঝেই কথা বলেন, অথচ তাদের সময় সাংবাদিক শামসুর রহমান, মানিক সাহা, হুমায়ুন কবির বালুসহ বেশকিছু সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অনেককে করা হয়েছে নির্যাতন, তা কি ভুলে গেছেন তারা?

[৫] বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ)-বেস্ট এইড টেলিমেডিসিন সেবা চুক্তি স্বাক্ষর এবং এসএমসি-স্যালুট ফ্রন্টলাইনারস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

[৬] ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বেস্ট এইড’র চেয়ারম্যান ডা. হাসান মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ প্রমুখ বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়