আব্দুল্লাহ মামুন: [২] গতমঙ্গলবার রাতে অ্যানেস্থেসিওলজির জুনিয়র কনসালট্যান্ট পদে ৪০৯ জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
[৩] বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, আবেদনকারী প্রার্থীর বয়সের সময়সীমা সর্বোচ্চ ৫০ বছর হবে। আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে ২৭ জুলাই রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগের জন্য চ‚ড়ান্ত করা হবে যার পাস নম্বর ৫০। সময়টিভি।
[৪] এর আগে ব্যতিক্রমী ও জরুরি এই নিয়োগ দিতে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১’ সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধনীটি শুধু এই নিয়োগের ক্ষেত্রেই কার্যকর হবে। এতে ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ’ শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে, যা নিয়োগের পরই বিলুপ্ত হয়ে যাবে।
[৫] ঘরে বসে আগ্রহী ব্যক্তিরা অনলাইনে ১৮ জুলাই থেকে আবেদন করতে পারবেন। ওই দিন সকাল ১০টায় শুরু হবে এ আবেদন। আবেদন করা যাবে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
[৬] এর আগে, দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে ৪২তম বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয় পিএসসি। তারপর পরবর্তী মেধা তালিকা থেকে দ্বিতীয় দফায় আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। জাগোনিউজ