শিরোনাম
◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৭:১৩ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিক থেকে ফেরার পর সিন্ধুর সঙ্গে আইসক্রিম খাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

স্পোর্টস ডেস্ক: [২] ইতোমধ্যেই রিও অলিম্পিকে রূপো ও বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনার পদক গলায় ঝুলিয়েছেন পিভি সিন্ধু। স্বাভাবিকভাবেই টোকিও অলিম্পিকে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে নিয়ে দেশের প্রত্যাশা অনেক। টোকিও অলিম্পিক থেকে ভারতকে পদক এনে দিতে পারেন সিন্ধু, এমনটাই ধারণা ভারতীয় ক্রীড়ামহলের। অলিম্পিকের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু ও তার বাবা-মার সঙ্গে কথা বলেন ভিডিও কনফারেন্সে।

[৩] সন্তানকে ক্রীড়াবিদ তৈরি করার জন্য বাবা-মায়ের ভূমিকা কেমন হওয়া উচিত, সিন্ধুর পিতার কাছে সে বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। তবে সিন্ধুর সঙ্গে আলোচনার সময় মোদী অত্যন্ত হালকা মেজাজে মস্করাও করেন।

[৪] প্রধানমন্ত্রী শুনেছেন যে, সিন্ধু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করেন। যদিও সিন্ধু জানান যে, আইসক্রিম পছন্দ করলেও প্রস্তুতি ও টুর্নামেন্টের সময় খুব বেশি আইসক্রিম খাওয়ার উপায় নেই। সেই সময় ফিটনেসের জন্যই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হয়। তখন প্রধানমন্ত্রী জানান যে, টোকিও অলিম্পিক থেকে ফিরে আসার পর সিন্ধুর সঙ্গে দেখা হলে তার সঙ্গে আইসক্রিম খাবেন তিনি।

[৫] সিন্ধু বলেন, অলিম্পিকের প্রস্তুতির জন্য খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। প্রতিযোগিতার জন্যই খুব বেশি আইসক্রিম খাওয়া হচ্ছে না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, যদি অলিম্পিকের পর তোমার সঙ্গে দেখা হয়, আমি নিশ্চিত তোমার সঙ্গে আইসক্রিম খাবো।

[৬] উল্লেখ্য, মঙ্গলবার (১৩ জুলাই) টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখেনেই তিনি সমস্ত অ্যাথলিটদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। আলাদা আলাদাভাবে কথা বলেন প্রথম সারির তারকাদের সঙ্গে। বিশেষ করে ভারতের হয়ে পদক জয়ের সম্ভাবনা রয়েছে যাদের মধ্যে, প্রধানমন্ত্রী তাদের ও তাদের পরিবারের সঙ্গেও আলোচনা করেন। -হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়