অহিদ মুুকুল নোয়াখালী: [২] নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদীয়াা জামে মসজিদের ইমাম ফয়জুল করিমের (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
[৩] মোহাম্মদীয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জানান, মঙ্গলবার (১৩ জুলাই) জোহরের নামাজ পড়ার জন্য মুসল্লীরা যখন মসজিদে যায় তখন দেখতে পায় ইমাম সাহেব মসজিদের ফ্লোরে পড়ে আছে। তখন তারা দ্রুত তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
[৪] মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আরো জানান ধারণা করা হচ্ছে তিনি যোহরের নামাজের আযান দেওয়ার জন্য বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
[৫] জানা যায়, ফয়জুল করিমের বাড়ি উপজেলার চর বৈশাখী গ্রামে, তিনি মৃত রফিকুল ইসলামের ছেলে। উত্তর বাগ্যা মোহাম্মদীয়া জামে মসজিদে এক মাস ৭ দিন আগে নিয়োগ প্রাপ্ত হয়ে ইমামতি করে আসছেন। এ ব্যাপারে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।