মাসুম বিল্লাহ: [২] সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়।
[৩] রথযাত্রা উপলক্ষে সোমবার শহরের দশভুজা বাড়ি মন্দিরে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, পূজা অর্চনা চলছে।
[৪] দশভূজা মন্দির কমিটির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন, প্রতি বছরই আমরা জাঁকজমকের মধ্য দিয়ে এই উৎসবটি পালন করি।
[৫] তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারে অনুষ্ঠানসূচি ছোট করে এবং গণজমায়েত বেশি না করে শুধুমাত্র ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদন করা হচ্ছে। আগামী সোমবার (১৯ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।