রাকিবুল আবির: [২] নেপালের সুপ্রিম কোর্ট সোমবার (১২ জুলাই) এই যুগান্তকারী রায় প্রকাশ করেছে। মঙ্গলবারের মধ্যে কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার জন্য রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এনডিটিভি
[৩] প্রধান বিচারপতি চলেন্দ্রা শমশেরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্য বিশিষ্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আগামী ১৮ জুলাই স্থানীয় সময় বিকেল ৫ টার মধ্যে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের একটি নতুন অধিবেশনেরো নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।