শিরোনাম
◈ চারটি বিশ্ববিদ্যালয়েই শিবির শক্ত অবস্থানে  ◈ অ‌নেক লড়াই ক‌রে এক গো‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ  ◈ যে কারণে খুন হয় জবি ছাত্রদল নেতা জোবায়েদ, জানাগেল আরও চাঞ্চল্যকর তথ্য! ◈ ক্রিকেটার‌দের সংগঠন কোয়াব থেকে স‌রে দাঁড়া‌লেন পাইলট ◈ আফগা‌নিস্তা‌নের অ‌ধিনায়ক র‌শিদ খান পাকিস্তান নিয়ে বিরক্ত, এবার বয়কট করছেন পিএসএল!  ◈ ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনা‌লে ইংল্যান্ড ◈ বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ জন আটক ◈ অগ্নিকাণ্ডের পর বিকল্প গেট দিয়ে আমদানি পণ্য খালাস কার্যক্রম চালু করল কাস্টমস ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চূড়ান্ত নয়, খসড়া তৈরিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে কমিশন ◈ ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১০:২৯ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১০:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের প্রথম সফল লিঙ্গ পরিবর্তনের ইতিহাস

মাহামুদুল পরশ: [২] জর্জ জোর্গেনসন ছিলেন বিশ্বের প্রথম ব্যাক্তি যিনি সফল ভাবে পরুষ থেকে নারীতে রুপান্তরিত হতে পেরেছিলেন। নারীতে পরিবর্তন হওয়ার পর তার নাম রাখা হয়েছিলো ক্রিস্টিন জোর্গেনসন। জর্জের এই সফল লিঙ্গ পরিবর্তন হওয়ার অপারেশনের ২ মাস পর প্রথমবারের মত ১৯৫২ সালের ১লা ডিসেম্বর নিউইয়র্ক ডেইলি নামের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। বিবিসি

[৩] সেসময় এই ঘটনাটির যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছিলো। জর্জ প্রথমে একজন সামরিক সদস্য থাকলেও লিঙ্গ পরিবর্তনের আগে তিনি শিক্ষকতা করতেন। যানা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই তিনি সামরিক বাহিনী ছেড়ে দিয়েছিলেন। এর কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, তার সাথের পুরুষ সৈন্যরা তাকে পুরুষ বলে মনে করতেন না।

[৪] জর্জ লিঙ্গ পরিবর্তনের অপারেশনটি করিয়েছিলেন ডেনমার্কে। পরিবর্তনের পর তার জীবনে এক অভুতপূর্ব পরিবর্তন আসে। ১৯৮০ দশকে ড্যানিশ তথ্যচিত্র নির্মাতা টাইট রুটস পরিবর্তিত ক্রিস্টিন জোর্গেনসনের উপর একটি সিনেমা নির্মান করেন। তার পর থেকেই হলিউড তারকা বনেযান ক্রিস্টিন।

[৫] সিনামায় জর্জ থেকে ক্রিস্টিন হয়ে উঠার গল্প তুলে ধরেন টাইট। সেখানে তিনি দেখান কিভাবে ক্রিস্টিন পরিবর্তিত হবার জন্য ডাক্তারদের সাথে যোগাযোগ করেছিলেন। ক্রিস্টিন যখন তার পরিবর্তিত হওয়ার কথা বলেন তখন প্রথমে ডাক্তাররা এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি।

[৬] অবশ্য ক্রিস্টিন প্রথম ব্যাক্তি ছিলেন না যার উপর এই অপারেশনটি করা হয়েছিলো। ১৯২০ সালে জার্মানির বার্লিন শহরে লিলি এলবা নামের এক ব্যক্তির উপর প্রথম এই অপারেশনটি করা হয়। কিন্তু সেই অপারেশনটি সফল হয়নি। কয়েক দফা অপারেশনের ফলে লিলি মারা গিয়েছিলেন।

[৭] ক্রিস্টিনের ডাক্তাররা আগের সব ব্যর্থ অপারেশনের তথ্য সংগ্রহ করার পরেই তার এই অপারেশনটি করেছিলেন। একবার একটি সাক্ষাৎকারে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলো নারীতে রুপান্তরিত হওয়ার পর কোন কোন সমস্যার সম্মুখিন হয়েছেন? প্রশ্নের উত্তরে ক্রিস্টিন বলেছিলেন, হলিউড তারকা হওয়ার পর থেকে কোন পুরুষ তাকে ডেট করেনা। এর কারন হিসেবে তিনি বলেছিলেন, তারকা হওয়ার পর পুরুষরা মনে করে আমাকে প্রস্তাব করলে আমি রাজি হবোনা।

[৮] ব্যাক্তিগত জীবনে দুইবার সম্পর্কে জড়ালেও ক্রিস্টিন কখনো বিয়ে করেননি। সিনেমা ও মঞ্চে অভিনয়ের পাশাপাশি একটি বইও লিখেছিলেন ক্রিস্টিন। শেষে ১৯৮৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬২ বছর বয়সে মারা যান ইতিহাসের প্রথম পুরুষ থেকে নারীতে রুপান্তরিত ক্রিস্টিন জোর্গেনসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়