মোতাহার খান: [২] “অধিকার ও পছন্দই মূল কথা। প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে” এ প্রতিপাদ্য কে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে পালিত হয়েছে ৩২ তম বিশ্ব জনসংখ্যা দিবস।
[৩] রবিবার (১১ জুলাই) দিবসটি উপলক্ষে দুপুর সাড়ে ১২ টায় আধুনিক প্রযুক্তি জুম অ্যাপসের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[৪] সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিনের পরিচালনায় অ্যাপসে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:নুরুল আমিন,প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক আকন্দ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিনসহ অ্যাপসে সংযুক্ত হন উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিদর্শিকা ও পরিবার কল্যান সহকারীবৃন্দ।
[৫] আলোচনা সভা শেষে ভাল কাজের স্বীকৃতি স্বরুপ গোসিংগা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক জাকারিয়া আকন্দকে উপজেলার শ্রেষ্ঠ পরিদর্শক, ,তেলিহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এসএসিএমও তানিয়া আক্তারকে উপজেলার শ্রেষ্ঠ এসএসিএমও, বরমী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সাবিনা ইয়াছমিনকে উপজেলার শ্রেষ্ঠ পরিদর্শিকা ও একই ইউনিয়নের পরিবার কল্যান সহকারী রৌশন আরা কে উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী নির্বাচিত করে পুরস্কৃত করার ঘোষনা দেওয়া হয়।