নিজস্ব প্রতিবেদক: যশোরে পুলেরহাটে শনিবার (১০ জুলাই) রাতে দাবি-দাওয়া আদায়ে শিশু উন্নয়র কেন্দ্রে বিক্ষোভ করছে। বিক্ষোভের এব পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইটের আঘাতে আহত হন পুলিশের এসআই।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি সামলাতে পুলিশের অভিযান চলছে।
উল্লেখ, ২০২০ সালের ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন বন্দি কিশোরের হত্যা ও ১৫ জনের আহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল। একাধিক বার তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। ফলে কেন্দ্রে বার বার এমন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।