শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:১৬ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাব এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম এম লতিফুর রহমান (৩০)। (পুলিশ ক্রমিক নং (২২৯৮০)।

[৩] শনিবার (১০ জুলাই) রাত সাড়ে দশটায় ঘটনাটি ঘটে। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার আব্দুর রহমানের ছেলে লতিফুর রহমান। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী নাজমা এক সন্তানকে নিয়ে থাকতেন। তিনি শাহবাগ থানার হাইকোর্ট মাজার মসজিদের উত্তর গেটে ডিউটি করতেন।

[৪] (১০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই সায়েন্স ল্যাবের সামনে রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে পড়েছিলো। ধারণা করা হয় অজ্ঞাত কোনো দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে পালিয়ে যায়।

[৫] সেখানে আসপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভার থেকে ফিরে আসা একটি এ্যাম্বুলেন্সে তোলে দেন। এ্যাম্বুলেন্স চালক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এখানকার চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

[৬] সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বা চ্চু মিয়া।

[৭] তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সংবাদ শুনে নিউমার্কেট থানার এসআই মো. আবুল কালাম আজাদ ও শাহবাগ থানার পুলিশ ছুটে আসেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়