শিরোনাম
◈ দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার হোসেন ◈ অত্যন্ত সংকটময় মুহূর্তে খালেদা জিয়া, দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান ◈ স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমান ◈ হাদি হত্যাকাণ্ড: বিচারের দাবিতে আজও উত্তাল শাহবাগ (ভিডিও) ◈ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী ◈ এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর (ভিডিও) ◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ১১:১৬ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাব এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম এম লতিফুর রহমান (৩০)। (পুলিশ ক্রমিক নং (২২৯৮০)।

[৩] শনিবার (১০ জুলাই) রাত সাড়ে দশটায় ঘটনাটি ঘটে। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার আব্দুর রহমানের ছেলে লতিফুর রহমান। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী নাজমা এক সন্তানকে নিয়ে থাকতেন। তিনি শাহবাগ থানার হাইকোর্ট মাজার মসজিদের উত্তর গেটে ডিউটি করতেন।

[৪] (১০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ওই সায়েন্স ল্যাবের সামনে রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল নিয়ে পড়েছিলো। ধারণা করা হয় অজ্ঞাত কোনো দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে পালিয়ে যায়।

[৫] সেখানে আসপাশের লোকজন তাকে উদ্ধার করে সাভার থেকে ফিরে আসা একটি এ্যাম্বুলেন্সে তোলে দেন। এ্যাম্বুলেন্স চালক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এখানকার চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

[৬] সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বা চ্চু মিয়া।

[৭] তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সংবাদ শুনে নিউমার্কেট থানার এসআই মো. আবুল কালাম আজাদ ও শাহবাগ থানার পুলিশ ছুটে আসেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়