সুমাইয়া ঐশী: [২] রোববার সেমি-ফাইনালে লড়বেন দুই ভারতীয় ও একজন বাংলাদেশি। গত ৭ জুলাই মাস্টারশেফে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। তাদের মধ্যে ছিলেন দুজন ভারতীয়, জাস্টন ও এলিস এবং বাংলাদেশি কিশওয়ার চৌধুরি। তাদের সঙ্গে আরো একজন ছিলেন পিটে। সিরিয়াল আপডেট
[৩] খেলার নিয়ম অনুযায়ী, ঐ চারজনের মধ্যে জয়ী হয়ে সরাসরি ফাইনালে চলে যান পিটে। সেমি-ফাইনালে অংশ নিতে হয়নি তাকে। রোববার হবে সেমিফাইনাল। সেখানে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনজন। তাদের মধ্যে থেকে একজন যাবেন গ্রান্ডফাইনালে।
[৪] অডিশনের পর ২৪জন শেফকে বেছে নেওয়া হয়। এতোজন তুখোড় রাঁধুনির সঙ্গে টেক্কা দিয়ে বাংলাদেশের কন্যা কিশওয়ার এখন সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করবেন। তিনি ফাইনালে যাবেন কিনা তা জানা যাবে রোববার অনুষ্ঠান শেষে ফলাফল ঘোষণার পর।