শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে এনে জিম্মি, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার !

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীতে নারী সদস্য দিয়ে প্রেমের অভিনয় করিয়ে পরে ফাঁসিয়ে মুক্তিপণ আদায় কারী এমন সংঘবদ্ধ একটি অপহরণ চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই সময় তাদের জিম্মি থেকে অপহৃত এক যুবককেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে পুলিশ বলে, শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার মেম গলি, কাউসার সাহেবের বিল্ডিংয়ের নিচ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, পারভেজ হোসেন জুয়েল (২৮), মোঃ সাইদুল ইসলাম (৩৪), আশরাফুল আলম প্রকাশ সাগর (২৩), রহিমা আক্তার রুপা (২৫)। আর উদ্ধাকৃত ব্যক্তি হলেন- মোঃ জাহেদ (৪৩)।

[৩] ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র।অপহরণকারীরা প্রেমের অভিনয় করে বাসায় ডেকে নিত। এরপর পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ দাবি করত।

[৪] আর এই কাজটি করে তাদের নারী সদস্য রূপা। তিনি প্রেমের ফাঁদ পেতে মানুষকে বাসায় ডেকে আনে। বাকিরা মিলে তাকে জিম্মি করে বাসায় ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে।

[৫] বিকাশে টাকা না পাঠালে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়। ওসি মহসীন আরও জানান, একই কৌশল অবলম্বন করে শুক্রবার সকালে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে জাহেদকে। কিন্তু সেই বাসায় জাহেদের চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের আটক করে। জাহেদকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়