শিরোনাম
◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে এনে জিম্মি, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার !

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীতে নারী সদস্য দিয়ে প্রেমের অভিনয় করিয়ে পরে ফাঁসিয়ে মুক্তিপণ আদায় কারী এমন সংঘবদ্ধ একটি অপহরণ চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই সময় তাদের জিম্মি থেকে অপহৃত এক যুবককেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে পুলিশ বলে, শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার মেম গলি, কাউসার সাহেবের বিল্ডিংয়ের নিচ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, পারভেজ হোসেন জুয়েল (২৮), মোঃ সাইদুল ইসলাম (৩৪), আশরাফুল আলম প্রকাশ সাগর (২৩), রহিমা আক্তার রুপা (২৫)। আর উদ্ধাকৃত ব্যক্তি হলেন- মোঃ জাহেদ (৪৩)।

[৩] ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র।অপহরণকারীরা প্রেমের অভিনয় করে বাসায় ডেকে নিত। এরপর পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ দাবি করত।

[৪] আর এই কাজটি করে তাদের নারী সদস্য রূপা। তিনি প্রেমের ফাঁদ পেতে মানুষকে বাসায় ডেকে আনে। বাকিরা মিলে তাকে জিম্মি করে বাসায় ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে।

[৫] বিকাশে টাকা না পাঠালে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়। ওসি মহসীন আরও জানান, একই কৌশল অবলম্বন করে শুক্রবার সকালে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে জাহেদকে। কিন্তু সেই বাসায় জাহেদের চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের আটক করে। জাহেদকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়