শিরোনাম
◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে এনে জিম্মি, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার !

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীতে নারী সদস্য দিয়ে প্রেমের অভিনয় করিয়ে পরে ফাঁসিয়ে মুক্তিপণ আদায় কারী এমন সংঘবদ্ধ একটি অপহরণ চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই সময় তাদের জিম্মি থেকে অপহৃত এক যুবককেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে পুলিশ বলে, শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার মেম গলি, কাউসার সাহেবের বিল্ডিংয়ের নিচ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, পারভেজ হোসেন জুয়েল (২৮), মোঃ সাইদুল ইসলাম (৩৪), আশরাফুল আলম প্রকাশ সাগর (২৩), রহিমা আক্তার রুপা (২৫)। আর উদ্ধাকৃত ব্যক্তি হলেন- মোঃ জাহেদ (৪৩)।

[৩] ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র।অপহরণকারীরা প্রেমের অভিনয় করে বাসায় ডেকে নিত। এরপর পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ দাবি করত।

[৪] আর এই কাজটি করে তাদের নারী সদস্য রূপা। তিনি প্রেমের ফাঁদ পেতে মানুষকে বাসায় ডেকে আনে। বাকিরা মিলে তাকে জিম্মি করে বাসায় ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে।

[৫] বিকাশে টাকা না পাঠালে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়। ওসি মহসীন আরও জানান, একই কৌশল অবলম্বন করে শুক্রবার সকালে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে জাহেদকে। কিন্তু সেই বাসায় জাহেদের চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের আটক করে। জাহেদকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়