শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১০ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১০ জুলাই, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে এনে জিম্মি, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার !

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীতে নারী সদস্য দিয়ে প্রেমের অভিনয় করিয়ে পরে ফাঁসিয়ে মুক্তিপণ আদায় কারী এমন সংঘবদ্ধ একটি অপহরণ চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই সময় তাদের জিম্মি থেকে অপহৃত এক যুবককেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে পুলিশ বলে, শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার মেম গলি, কাউসার সাহেবের বিল্ডিংয়ের নিচ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, পারভেজ হোসেন জুয়েল (২৮), মোঃ সাইদুল ইসলাম (৩৪), আশরাফুল আলম প্রকাশ সাগর (২৩), রহিমা আক্তার রুপা (২৫)। আর উদ্ধাকৃত ব্যক্তি হলেন- মোঃ জাহেদ (৪৩)।

[৩] ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র।অপহরণকারীরা প্রেমের অভিনয় করে বাসায় ডেকে নিত। এরপর পুলিশ পরিচয় দিয়ে মুক্তিপণ দাবি করত।

[৪] আর এই কাজটি করে তাদের নারী সদস্য রূপা। তিনি প্রেমের ফাঁদ পেতে মানুষকে বাসায় ডেকে আনে। বাকিরা মিলে তাকে জিম্মি করে বাসায় ফোন দেয়। এরপর ওই ব্যক্তিকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে।

[৫] বিকাশে টাকা না পাঠালে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়। ওসি মহসীন আরও জানান, একই কৌশল অবলম্বন করে শুক্রবার সকালে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে জাহেদকে। কিন্তু সেই বাসায় জাহেদের চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের আটক করে। জাহেদকে উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়