মাহফুজুর রহমান: [২] করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন।
[৩] জেলার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও শৈলকুপা উপজেলায় মারা গেছে একজন। এছাড়াও সদর হাসপাতালে ভর্তি অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ জন।
[৪] জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন। ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। আক্রান্তের হার ৩৬ দশমিক ৬৫ ভাগ। এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৮২ জনে। ঝিনাইদহ ১০০ শয্যার করোনা বেডের অনুকুলে ভর্তি আছেন ১৩০ জন রোগি। শয্যা সংখ্যা বাড়ানোর কথা জানান সিভিল সার্জন। সম্পাদনা: জেরিন আহমেদ