শিরোনাম
◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁধনে মুগ্ধ সবাই

বিনোদন ডেস্ক : পূর্ব ঘোষণা অনুযায়ী ফ্রান্সের স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটে প্রদর্শিত হয় বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। কান ফেস্টিভ্যালের অন্যতম ভেন্যু সাল দুবুসি থিয়েটারে অনুষ্ঠিত হয় সিনেমাটির ঐতিহাসিক প্রিমিয়ার।

১ ঘণ্টা ৪৭ মিনিটের সিনেমা শেষ হওয়ার পরই আসন ছেড়ে দাঁড়িয়ে যান উপস্থিত সবাই। দিতে থাকেন করতালি। দীর্ঘ সময় ধরে দর্শকরা দাঁড়িয়ে করতালি দেন। বোঝার বাকি নেই, রেহানা মরিয়ম নূরের মুগ্ধতায় ভেসে গেছেন তারা।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যাল। এখানে স্ট্যান্ডিং ওভেশন পাওয়া কিংবা এমন ভূয়সী প্রশংসা পাওয়া যেকোনো সিনেমার জন্যই বিশাল ব্যাপার। আর বাংলাদেশ যেহেতু প্রথমবারের মতো এ পর্যায়ে গেছে সুতরাং প্রাপ্তিটা একটু বেশিই বটে।

সেই প্রাপ্তিতে কেঁদে ফেলেন পর্দায় রেহানা মরিয়মের ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, ‘কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না। এতো বড় স্বপ্ন দেখার সাহস কখনও ছিল না আমার। এটা আমি ডিজার্ভও করি না। এর সম্পূর্ণ কৃতিত্ব নির্মাতা ও পুরো টিমের। আমি শুধু তাদের ওপর বিশ্বাস আর পরিশ্রম করেছিলাম; এটুকুই। আর কিছুই আমি করিনি।’

স্ট্যান্ডিং ওভেশন পাওয়ার বিষয়ে এই অভিনেত্রী বলেন, “এটা শুধু ‘রেহানা মরিয়ম নূর’ এর সঙ্গে জড়িতদের একার সম্মান নয়, এটা আসলে আমাদের পুরো বাংলাদেশের সম্মান। আমরা দেশটাকে সঙ্গে করে নিয়ে এসেছি।’

রেহানা মরিয়ম নূর’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন যাইমা, সাবেরী আলম প্রমুখ।

জানা গেছে, বৃহস্পতিবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় আবারও সাল দুবুসিতে ‘রেহানা মরিয়ম নূর’ এর প্রদর্শনী হবে। এরপর সকাল ১০টায় সিনেমাটি দেখানো হবে কান শহরের নতুন মাল্টিপ্লেক্স সিনেয়ুম অরায়। ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়