শ্রাবণী কবির: [২] বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ দেশ হিসেবে ২০১১ সালে স্বীকরিতি পায় দক্ষিণ সুদান।দেশটি স্বাধীনতার ১০ বছর পূর্ণ করেছে, কিন্তু করোনার মধ্যে কম সংখ্যক মানুষই আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করছে। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলণের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। আল জাজিরা
[৩] তেল সমৃদ্ধ দেশটি নানান হুমকি, মানবিক সংকট, দূর্নীতির মধ্যে ছিলো। ২০১১ নিজ অধিকারের জন্য যুদ্ধ করে তারা। যুদ্ধে ৪ লাখ মানুষ মারা যায়।