রাশিদ রিয়াজ : যাদের বাবা ইরানি নাগরিক নন, বিদেশি নাগরিক অথচ তাদের স্ত্রী ইরানি নাগরিক এমন নারীদের আইডি কার্ড দেয়া হচ্ছে ইরানে। যেসব ইরানি নারীর স্বামী বিদেশে থাকেন তাদেরও এধরনের পরিচয়পত্র দেওয়া হচ্ছে। ২০১৯ সালে এ সম্পর্কিত একটি আইন সংশোধন করা হয় যাতে বলা হয়েছে ইরানি নারী মা এবং তাদের সন্তানদের বয়স ১৮ বছরের কম হলে তাদেরও দেশটির নাগরিকত্ব দেওয়া হবে। গত বছর নভেম্বর মাসে এধরনের সন্তানদের প্রথম ইরানের নাগরিকত্ব দেয়া শুরু হয়। দুবাইয়ের ইরানি কনসুলেট জেনারেল প্রধান আলিরেজা মাহমুদি বলেন ইরানের বাইরে তার দেশের নারীদের জন্যে দিনটি বিশেষ দিন। এধরনের আইডি কার্ড তৈরি করা হয়েছে ইরানের সংসদ, পররাষ্ট্রমন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট দফতরের সহায়তায়। গত বছর ডিসেম্বরে এধরনের আইডি কার্ড দেয়ার জন্যে রেজিস্ট্রেশন শুরু হয়। তবে এধরনের সন্তানদের মা যদি ইরানের নাগরিকত্বের জন্যে আবেদন নাও করে তাহলে সন্তানদের বয়স ১৮ বছর হওয়ার পর তারা নিজেরাই এ আবেদন করতে পারবে। তেহরান টাইমস