বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ [২] চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শীলকুপে জসীম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫)কে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা শীলকুপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায়এ ঘটনা ঘটে ।
[৩] জানা যায় ,গন্ডামানা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের পুত্র জসীম উদ্দিন স্ত্রী পুত্র নিয়ে শীলকুপের মাইজ পাড়ায় ভাড়া বাসায় থাকত । সেখানে মঙ্গলবার বিকাল ৫টার দিকে তার স্ত্রী ইয়াসমিন আক্তারকে নিজের বাড়িতে রক্ষিত বিশাল ধামা দা দিয়ে কুপিয়ে হাত পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে ।
[৪] ছেলে আমান উল্লাহসহ অন্যরা ইয়াসমিন আক্তারকে হাসপাতালে নিয়ে আসে ।হাসপাতালের জরুরী বিভাগে ডাঃতারভীর চৌধুরীর নেতৃত্বে তাকে চিকিৎসা করে জরুরী ভিত্তিতে চমেকে প্রেরণ করেন। এদিকে ঘাতক স্বামী আবদুল জব্বার প্রকাশ জসীম যে দা দিয়ে স্ত্রীকে কুপিয়েছে সেটা সহ প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী কাছে এসে ঘটনা বললে তিনি জসীমকে থানা পুলিশকে তুলে দেয় । পুলিশ তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে থানা হাজতে রাখে ।
[৫] এ ব্যাপারে আহতের ছেলে আমান উল্লাহ বলেন,আমার পিতা কয়দিন থেকে অসুস্থ ও মানসিক ভাবে খারাপ অবস্থায় ছিল । আমি রাজমিস্ত্রীর কাজ করি খবর পেয়ে মাকে হাসপাতালে নিয়ে এলে চমেক হাসপাতালে রেফার করে । মার প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে বলে সে জানায়।
[৬] এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ সফিউল কবীর বলেন, আসামিকে প্রাথমিক চিকিৎসা করে থানা হেফাজতে রাখা হয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা না হলেও মামলার প্রক্রিয়া চলছে ।