শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানি সহ্য করতে না পেরে মাকে চিঠি লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মারুফ হাসান: যৌন হয়রানি সহ্য করতে না পেরে মায়ের কাছে চিঠি লিখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সামিরা (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী। শিক্ষার্থী। সোমবার সকাল সাড়ে ১০টায় বরগুনা শহরের কলেজ রোডের ভাড়াটিয়া বাসার বাথরুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বরগুনা পৌর শহরে কলেজ রোডে আবুল বাশারের বাসায়। কিশোরীর আত্মহত্যার জন্য দায়ী জামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: যুগান্তর

জানা যায়, সামিরার মা সুমী বেগম রফিকের প্রথম স্ত্রী। সামিরা হচ্ছে রফিকের সন্তান। সুমী তার তার সন্তান সামিরাকে নিয়ে বর্তমান স্বামী রাশেদের সঙ্গে পৌরসভার কলেজ রোডে আবুল বাশারের বাসায় ভাড়া থাকেন। আবুল বাশারের ছেলে জামাল হোসেনের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কিশোরী সামিরাকে প্রায়ই উত্ত্যক্ত করত।

একাধিকবার সামিরাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেছে জামাল। গত কয়েক দিন ধরে সামিরা ও জামালকে জড়িয়ে প্রতিবেশীরা অনৈতিক সম্পর্কের কথা বলে বেড়ায়। রোববার রাতে সুমী বেগম বাসার মালিক আবুল বাশারকে মোবাইল করে তার ছেলের কুকর্মের কথা জানায়।

আবুল বাশার গ্রামের বাড়ি থেকে এসে জামালকে শাসন করবে বলে আশ্বস্ত করেছিল। জামালের সঙ্গে অনৈতিক সম্পর্কের কথা সামিরার মা ছাড়া অন্য কেউ বিশ্বাস করতে পারছিল না। মা ছাড়া সবাই সামিরাকে গালমন্দ করেছে। সামিরা মান সম্মান ও অপমান সইতে না পেরে আত্মহত্যা করে সামিরা। আর আত্মহত্যার আগে সামিরা তার মায়ের কাছে চিঠি লিখে রেখে গেছে।

চিঠিতে সামিরা যা লিখেছেন, ‘মা আমার নামে তারা যে বদনাম উঠিয়েছে তাতে আমি এই পৃথিবীতে থাকতে পারি না। আমি একটি খারাপ মেয়ে, আমি নাকি খুব খারাপ। মা, তুমি ভালো থাকো। আমাকে কেহ বিশ্বাস করে না। তুমি ছাড়া।

ইতি, তোমার সামিরা।’

সামিয়ার মা সুমি আক্তার বলেন, শনিবার বাথরুমে সামিরা গোসল করার সময় জামাল উকি দিয়ে সামিরাকে দেখে। সামিরা জামালকে পানি ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে জামাল অশ্লীল গালি দেয়। জামালের অত্যাচারে সামিরা অস্থির ছিল। সব সময় জামাল সামিরার পিছনে লেগে থাকত। আমার মেয়ের মৃত্যুর জন্য জামালই দায়ী। আমি জামালের ফাঁসি চাই।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম যুগান্তরকে বলেন, জামালকে আটক করা হয়েছে। মেয়ের মা বাদী হয়ে মামলা করবেন। সামিরার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়