শিরোনাম
◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড ◈ একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ◈ অবৈধ পথে ইতালি গেল ১৮ হাজার বাংলাদেশি, ভিসা পেয়েছে ৯ হাজার: রাষ্ট্রদূত আলেসান্দ্রো ◈ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল ◈ রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরো কাপ ফুটবলের সেমিফাইনালে কে ফেভারিট

স্পোর্টস ডেস্ক : [২] চূড়ান্ত পর্যায়ে এসে গেছে ইউরো কাপ। বাকি দুটো সেমিফাইনাল এবং এবং ফাইনাল। মঙ্গলবার (৬ জুলাই) রাত ১টায় প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হচ্ছে ইতালি এবং স্পেন। পরের দিন একই সময়ে ডেনমার্কের সামনে ইংল্যান্ড। তিনটে ম্যাচই হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ফলে ঘরের মাঠে দর্শক সমর্থনের সুবিধা পাবেন হ্যারি কেনরা।

[৩] গ্রুপ অফ ডেথে যে চারটে দল ছিল তারা সবাই বিদায় নিয়েছে। টুর্নামেন্ট শুরুর হওয়ার আগে থেকেই যে দলগুলোকে ফেভারিট ভাবা হয়েছিল, তারাও নেই। ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল সবাই বাড়ি ফিরে গেছে। নতুন করে ফেভারিট হিসেবে মনে করা হচ্ছে ইতালিকে। স্পেন বড় দল হলেও ফর্ম ইতালিকে এগিয়ে রাখছে। চিরাচরিত রক্ষণাত্মক ফুটবল ছেড়ে আক্রমণাত্মক সুন্দর ফুটবল খেলছে আজুরিরা। অন্য দিকে স্পেন টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে এসেছে। মাঝমাঠ এবং আক্রমণ ভাগ ভাল হলেও চিন্তা রয়ে যাচ্ছে তাদের রক্ষণ নিয়ে।

[৪] প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ান এরিকসেনের ওই মর্মান্তিক ঘটনার পর ডেনমার্কের ফুটবলাররা যেন দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছে। দারুণ ডিফেন্স করছে আবার মহা গুরুত্বপূর্ণ গোলটাও করে দিচ্ছে। কোনও তারকা নেই, ১১ জন মিলে একটা আদর্শ দল হিসেবে খেলছে তারা।

[৫] দলগতি সংহতি ফুটবলের সম্পদ একথা কে না জানে। তবে এসব সত্ত্বেও খাতায় কলমে ফেভারিট কিন্তু ইংলিশরাই। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটাও গোল খায়নি ইংল্যান্ড। প্রথম দিকে একটা, তারপর দুটোর পর ইউক্রেনকে চারটে পুরে দিয়েছেন হ্যারি কেনরা। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়