শিরোনাম
◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর বাড্ডায় সড়ক ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

মোস্তাফিজুর রহমান : [২] নিহতের নাম মো. ইলিয়াস ঢালি (৫১)। রোববার (৪ জুলাই) দিবাগত রাত পৌনে এগারোটায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের ভাগ্নে ইব্রাহিম জানান, মামা রাতে বাসা থেকে সাইকেল নিয়ে দোকানে কিছু কেনার জন্য বের হয়েছিল।

[৩] বাড্ডা প্রগতি সরণি ইউলুপ মোড়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা দ্রুতগামী কাভার্ডভ্যান বা যে কোন যানবাহন তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

[৪] পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এ আই এম এস হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে রাত সোয়া দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

[৫] চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৩ টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর রশীদ জানান, বাড্ডা প্রগতি সরণি ইউ লুপ মোড়ে সাইকেল আরোহীকে অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ৩টা১০মিনিটে মৃত ঘোষণা করেন।

[৬] মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত ইলিয়াস বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেসবকাঠি গ্রামের মৃত আবুল কাসেম ঢালীর ছেলে। বর্তমানে মধ্য বাড্ডা আলাতুন্নেসা স্কুল গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। তিন ভাই চার বোনের মধ্যে দ্বিতীয়। পেশায় তিনি ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ইজিসিবি) ড্রাইভার ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়