মাহিন সরকার : [২] জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ দল, আগের দিন ২ উইকেটে ৩১৩ রানের স্কোর গড়ার পর আজ আর ব্যাটিংয়ে নামেনি টাইগাররা।
[৩] দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বোলারদের প্রস্তুতির সুযোগ করে দেওয়া হয়েছে, বাংলাদেশের বড় স্কোরের জবাবে শুরুটা অবশ্য ভালো হয়নি জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের। ১৩ রানেই ফিরে যান ওপেনার মিল্টন শুম্বা, তাকে ২ রানে আউট করেন টাইগার পেসার শরিফুল ইসলাম।
[৪] শুরুর সেই ধাক্কা সামলে ভালোই জবাবটা ভালোই দিচ্ছে জিম্বাবুয়ে সিলেক্ট একাদশ, ব্রায়ান মুদজিঙ্গানিয়ামাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আরেক ওপেনার তাকুযোয়ানাশে কাইতানো। দুজনেই বেশ স্বাচ্ছন্দ্যেই টাইগার বোলারদের মোকাবেলা করে যাচ্ছে।
[৫] প্রতিবেদন লিখা পর্যন্ত ২২ ওভার ব্যাটিং করে জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের সংগ্রহ ৩ উইকেটে ৭১ রান।