শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমার্ধে ডি পলের গোলে লিড নিয়ে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ম্যাচের বয়স তখন ২২ মিনিট। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ঠিক যেমনটা জার্মানির বিপক্ষে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে মিস করেছিলেন তারকা ফরোয়ার্ড গনজালো হিগুয়াইন।

আর্জেন্টিনা সমর্থকদের মনে তখন দুশ্চিন্তা। তবে কি এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেই ফিরে আসবে ২০১৪ বিশ্বকাপ ফাইনালের দুঃসহ স্মৃতি? উত্তর মিলবে আরও ৪৫ মিনিট পর। তবে আপাতত ভুলের মাশুল দিয়েছেন মেসি, সহায়তা করেছেন সতীর্থের গোলে।

ইকুয়েডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৪০ মিনিটের সময় লিওনেল মেসির পাস থেকে সহজেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নিয়েছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। যার সুবাদে লিড নিয়েছে আলবিসেলেস্তেরা।

 

প্রথমার্ধের শেষ দিকে গোল হতে পারত আরও একটি। মেসির নেয়া ফ্রি-কিক থেকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে ১৪ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গনজালেজ।

ইকুয়েডরের শুরুর একাদশ: হার্নান গালিন্দেজ, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, রবার্ট আরবোলেদা, পিয়েরো হিনকাপি, পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেল মেনা, অ্যালান ফ্রাংকো, জেগসন মেন্ডেজ, কার্লোস গ্রুয়েজো, ডিয়েগো পালাসিওস এবং এনার ভ্যালেন্সিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়