শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৮:১৩ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমার্ধে ডি পলের গোলে লিড নিয়ে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ম্যাচের বয়স তখন ২২ মিনিট। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ঠিক যেমনটা জার্মানির বিপক্ষে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে মিস করেছিলেন তারকা ফরোয়ার্ড গনজালো হিগুয়াইন।

আর্জেন্টিনা সমর্থকদের মনে তখন দুশ্চিন্তা। তবে কি এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেই ফিরে আসবে ২০১৪ বিশ্বকাপ ফাইনালের দুঃসহ স্মৃতি? উত্তর মিলবে আরও ৪৫ মিনিট পর। তবে আপাতত ভুলের মাশুল দিয়েছেন মেসি, সহায়তা করেছেন সতীর্থের গোলে।

ইকুয়েডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৪০ মিনিটের সময় লিওনেল মেসির পাস থেকে সহজেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নিয়েছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। যার সুবাদে লিড নিয়েছে আলবিসেলেস্তেরা।

 

প্রথমার্ধের শেষ দিকে গোল হতে পারত আরও একটি। মেসির নেয়া ফ্রি-কিক থেকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে ১৪ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস গনজালেজ।

ইকুয়েডরের শুরুর একাদশ: হার্নান গালিন্দেজ, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, রবার্ট আরবোলেদা, পিয়েরো হিনকাপি, পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেল মেনা, অ্যালান ফ্রাংকো, জেগসন মেন্ডেজ, কার্লোস গ্রুয়েজো, ডিয়েগো পালাসিওস এবং এনার ভ্যালেন্সিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়