শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: অবহেলিত শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: শিক্ষা যে কতো অবহেলিত, তার একটা ছোট উদাহরণ দিই। ২০১৬ সালে কোনো কলেজ থেকে কোনো প্রকার দাবি দাওয়া ছাড়াই ৩০৩টি কলেজকে সরকারি করার জন্য নির্বাচন করা হয়। এরপর পাঁচ বছর পেরিয়ে গেছে। এই ৫ বছর সময়ে মাত্র একটি কলেজের শিক্ষক-কর্মচারীরা আত্তীকৃত হয়ে সরকারি সুযোগ-সুবিধা পেয়েছেন। আর বাকি ৩০২ কলেজের শিক্ষকেরা এখনো অনিশ্চয়তায়। অথচ এর মধ্যে ১৫০০-রও বেশি শিক্ষক-কর্মচারী অবসরে চলে গেছেন এবং প্রতিদিন এই তালিকা দীর্ঘ হচ্ছে। সরকারি করণের প্রক্রিয়াধীন থাকার কারণে যারা অবসরে চলে গিয়েছেন তাদের জায়গায় নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি আবার সরকারিকরণের প্রক্রিয়াধীন থাকায় কলেজ কর্তৃপক্ষও নিজেরা নিয়োগ দিতে পারছেন না। এতে এতোগুলো কলেজে শিক্ষা কার্যক্রম একপ্রকার বন্ধ্যাত্ব অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কারো কোনো ভ্রুক্ষেপ নেই। কলেজ শিক্ষক সমিতির নেতারাও এসব কোনো কথা বলেন না। কারণ তারা তো পর্তা মিলিয়ে চলে অনেক সুবিধা পান।

আমি সবসময়ই বলি আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যের বেহাল দশার মূল কারণ মন্ত্রণালয়। এরা ব্যস্ত নিজেদের আখের গোছানো নিয়ে। অথচ একটি দেশের এই দুটি ক্ষেত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসবের গুরুত্ব বোঝে কিনা আমার সন্দেহ। আর যদি বুঝেই থাকে, তাহলে তারা ডাবল ক্রাইম করছে। কিন্তু কে করবে কার বিচার? এই দেশে কোথাও কোনো জবাবদিহিতা আছে? এ দুটি খাতে যে পরিমাণ দুর্নীতি হয়, তা নজরবিহীন। আলোচ্য বিষয়টি দুর্নীতির চেয়েও বড় বিষয় হলো এইটা অমানবিক, রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অবজ্ঞা ও অবহেলার প্রতিফলন যার জের রাষ্ট্রকে বহুদিন বহন করতে হবে।
লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়