রহিদুল: [২] করোনাভাইরাসের ভয়াবহ রূপ দেখছে যশোর। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৭১৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৭ জনে।
[৩] একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ালো ১৬২ জনে।শনিবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
[৪] তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৭১৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১৬৩ জন, কেশবপুরে ০৬ জন, ঝিকরগাছায় ১১ জন, অভয়নগরে ২২ জন, মনিরামপুরে ১২ জন, বাঘারপাড়ায় ০২ জন, শার্শায় ১৮ জন ও চৌগাছায় ১৬ জন রয়েছেন।
[৫] এদিকে করোনা সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। কার্যকরে মাঠে রয়েছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকে বন্ধ রয়েছে দোকান পাট, ব্যবসায় প্রতিষ্ঠান। জেলা শহরসহ সব উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।সম্পাদনা:অনন্যা আফরিন