শিরোনাম
◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে ◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা  

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

যশোর প্রতিনিধি: [২] সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া মধ্যপাড়া থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

[৩] নিহত গৃহবধূ মুর্শিদা মীম ওই এলাকার জাহিদ হোসেন মানিকের স্ত্রী। তবে, ঘটনার পর স্বামী মানিক গা ঢাকা দিয়েছেন। এদিকে এ বিষেয় দু’পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। মানিকের পরিবারের দাবি , পারিবারিক কলহের জেরে মীম বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়।

[৪] এদিকে মীমের পরিবারের দাবি, মানিক ও মানিকের পরিবার মীমকে বিভিন্ন সময় অত্যাচার করতেন। মারপিট করার ঘটনা তাদেরকে জানাতেন মীম। মীম আত্মহত্যা করেনি মানিক ও তার পরিবারে মীমকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। এ বিষয়ে নরেন্দ্রপুর ফাঁড়ি ইনচার্জ এসআই সুপ্রভাত মন্ডল বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দুই পক্ষই পরস্পর বিরোধি বক্তব্য দিচ্ছে। স্বামী মানিককে খুজে পাওয়া যাচ্ছেনা।

[৫] এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, হত্যা না আত্মহত্যা সেটা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। তবে, বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়