শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই পরিবর্তনে চতুর্থ টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: [২] গ্রানাডায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, ম্যাচটির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বিশ্রাম দেওয়া হয়েছে জেসন হোল্ডারকে, পরিবর্তন আছে আরও একটি।

[৩] জয় দিয়ে সিরিজ শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে সিরিজে ২-১ এ পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ রাত ১২ টায় প্রোটিয়াদের মোকাবেলা করবে কাইরন পোলার্ডরা। জৈব সুরক্ষা বলয়ে টানা খেলার ধকল সামলে নিতে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে জেসন হোল্ডারকে, বাদ পড়েছেন কেভন সিনক্লেয়ার।

[৪] ক্রিস গেইলের বিকল্প হিসেবে শিমরন হেটমায়ারকে দলে নিয়েছিলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, তাকে চতুর্থ টি-টোয়েন্টির দলেও রাখা হয়েছে। হোল্ডারের বদলে কাউকে দলে নেওয়া হয়নি, স্কোয়াড থেকে বাদ পড়া তরুণ স্পিনার কেভিন সিনক্লেয়ারের জায়গায় ডাক পেয়েছেন আরেক স্পিনার আকিল হোসেন।

[৫] চতুর্থ টি-টোয়েন্টির স্কোয়াড প্রসঙ্গে প্রধান নির্বাচক রজার হর্পার জানান, টানা খেলার চাপ সামলে নেওয়ার জন্য হোল্ডারকে চতুর্থ টি-টোয়েন্টিতে দলের বাইরে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া আগের ম্যাচে ক্রিস গেইলের বিকল্প হিসেবে ডাক পাওয়া হেটমেয়ারকে এই ম্যাচের স্কোয়াডেও বহাল রাখা হয়েছে।

[৬] চতুর্থ টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল : কাইরন পোলার্ড, ক্রিস গেইল, এভিন লুইস, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিডেল এডওয়ার্ডস, ওবেদ ম্যাককয়, আকিল হোসেইন। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়