বাশার নূরু: [২] লকডাউনের প্রথম দিনে নিজেকে ঘরবন্দী করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুকে লিখেছেন, 'সর্বাত্মক লকডাউন এর প্রথম দিন আবারও বন্দী করে ফেললাম নিজেকে। করোনার সাথে যুদ্ধ কিংবা করোনাকে নিয়েই বেঁচে থাকা- এই তো !
[৩] তিনি লিখেছেন, জরুরী প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে দুই কানে আর থুতনিতে ঝুলিয়ে না রেখে সঠিকভাবে নাক মুখ ঢেকে মাস্ক পরুন। সাবান দিয়ে বার বার হাত ধোয়ার অভ্যাস এতোদিনেও যাদের হয়নি তাদের হয়তো জীবনেও হবে না। তারপরও তাদের বলছি নিজের প্রতি, পরিবারের প্রতি দয়া করুন। আপনি- আমি চাইলে যুদ্ধ চালিয়ে বেঁচে থাকা সম্ভব।