শরীফ শাওন : [২] গতবছরের মার্চ মাস থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ব না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি ও সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[৩] বৃহস্পতিবার ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদার বিবেচনায় এ সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে যারা এসকল ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।