শিরোনাম
◈ ভারতের অসহায় সখিনা বেগম ঢাকার আদালতে, জামিন হয়নি শুনে অঝোরে কাঁদলেন মেয়ে ◈ শেখ হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার ◈ নির্বাচনের আগে ঢাকা-১০সহ তিন আসনে হঠাৎ বিশেষ বরাদ্দ, কী বলছেন উপদেষ্টা? ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে ভিড়: সোয়া ১০ হাজার পদের জন্য আবেদন বাড়তে পারে সাড়ে ৭ লাখে ◈ ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা ◈ মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ ◈ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত ◈ অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ◈ বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে ‘চাঁদের গাড়ি’ উল্টে ১১ পর্যটক আহত ◈ মুশফিক–লিটনের সেঞ্চুরি ঝড়ে ৪৭৬ রান: রেকর্ড ভরা ব্যাটিং দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে আইন শৃংখলা বাহিনী

সৌরভ ঘোষ: [২] সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৭ দিনের কঠোর লকডাউনে জেলা প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যগণ।

[৩] বৃহস্পতিবার দুপুরের পর থেকে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলায় বেশি করোনা সংক্রমণের এলাকা কুড়িগ্রাম পৌর শহরে বিভিন্ন অলিগলি এবং কাঁচা বাজারে পরিদর্শন করে টহল অব্যাহত রেখেছেন।

[৪] করোনা সংক্রমণ রোধে ৭ দিন মাঠে থাকবে ২ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনীর সদস্যসহ পুিলশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

[৫] এসময় রাস্তাঘাট ফাঁকা থাকলেও অনেকেই দোকানপাট ও হোটেল রেস্তোরা খোলা রাখেন। এটি স্থানীয় প্রশাসনের নজরে আসে এবং তাদের সচেতন করতে শহরের জিয়াবাজার, দাদামোড়সহ বিভিন্ন এলকায় সচেতনতা বক্তব্য প্রদান করেন।

[৬] এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, ২২-বিজিবির পরিচালক লে.কর্ণেল জামাল উদ্দিন, রংপুর ৬৬ পদাাতিক ডিভিশনের ৩০ বীর সেনার কুড়িগ্রামের অধিনায়ক মেজর আবুল হাসনাত, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন ও পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

[৭] জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনে সবাইকে মাস্ক পড়ে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার আহবান জানান।

[৮] উল্লেখ্য, সীমান্ত জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ শত ৩ জন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ২৯ জন । সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়