শিরোনাম
◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ ভোটের আগে জোট ও পর্দার আড়ালে ‘সমঝোতা’ ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’ ◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে চলছে কঠোর লকডাউন, শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা ও সেনা বাহিনী

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালীতে কঠোর ভাবে লকডাউন নিশ্চিত করা হচ্ছে।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

[৩] বৃহস্পতিবার (১জুলাই) সকালে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরী প্রয়োজনে সড়ক গুলোতে কিছু কিছু মানুষ বের হলেও তারা অধিকাংশই পায়ে হেটে কিংবা রিকশায় চলাচল করছে। এ সময় তাদের সবাইকেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

[৪] এদিকে শহরের কাচাঁ বাজার ও ফার্মেসী ছাড়া জেলার সকল দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপরদিকে যেসব মানুষ মাক্স ছাড়া বাহিরে বের হচ্ছে তাদেরকে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাক্স সরবরাহ করতে দেখা গেছে।

[৫] সকালে জেলার বিভিন্ন স্থানে লকডাউন পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, শহরে আটটি মোবাইল টিম পরিচালনা করছেন এর সাথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার টিম সহযোগিতা করছেন। করোনা পরিস্থিতি ভালো জনসাধারণ কাজ ছাড়া ঘরথেকে না বের হলে লকডাউন এর সাতদিন পটুয়াখালী ভালো থাকবেন তাই পটুয়াখালী বাসির সকলের সহযোগিতা চাচ্ছি।

[৬] পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ বলেন, ‘শহরের বিভিন্ন এলাকা গুলোতে পুলিশ সদস্যরা কাজ করছেন। কোথাও যাতে বীনাপ্রয়োজনে কেউ ঘর থেকে বাহিরে বের না হয় সে জন্য সবাইকেই পুলিশের প্রশ্নের মুখে পরতে হচ্ছে। কাজ ছাড়া বাহিরে বের হলে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা এমনকি আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া যেসব এলাকায় জনসমাগম হতে পারে সে সব এলাকায় বাড়তি নজরদারী করা হচ্ছে। আগামী সাত দিন এই ধারাবাহিকতায় পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়