শিরোনাম
◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে চলছে কঠোর লকডাউন, শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা ও সেনা বাহিনী

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালীতে কঠোর ভাবে লকডাউন নিশ্চিত করা হচ্ছে।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

[৩] বৃহস্পতিবার (১জুলাই) সকালে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরী প্রয়োজনে সড়ক গুলোতে কিছু কিছু মানুষ বের হলেও তারা অধিকাংশই পায়ে হেটে কিংবা রিকশায় চলাচল করছে। এ সময় তাদের সবাইকেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

[৪] এদিকে শহরের কাচাঁ বাজার ও ফার্মেসী ছাড়া জেলার সকল দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপরদিকে যেসব মানুষ মাক্স ছাড়া বাহিরে বের হচ্ছে তাদেরকে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাক্স সরবরাহ করতে দেখা গেছে।

[৫] সকালে জেলার বিভিন্ন স্থানে লকডাউন পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, শহরে আটটি মোবাইল টিম পরিচালনা করছেন এর সাথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার টিম সহযোগিতা করছেন। করোনা পরিস্থিতি ভালো জনসাধারণ কাজ ছাড়া ঘরথেকে না বের হলে লকডাউন এর সাতদিন পটুয়াখালী ভালো থাকবেন তাই পটুয়াখালী বাসির সকলের সহযোগিতা চাচ্ছি।

[৬] পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ বলেন, ‘শহরের বিভিন্ন এলাকা গুলোতে পুলিশ সদস্যরা কাজ করছেন। কোথাও যাতে বীনাপ্রয়োজনে কেউ ঘর থেকে বাহিরে বের না হয় সে জন্য সবাইকেই পুলিশের প্রশ্নের মুখে পরতে হচ্ছে। কাজ ছাড়া বাহিরে বের হলে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা এমনকি আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া যেসব এলাকায় জনসমাগম হতে পারে সে সব এলাকায় বাড়তি নজরদারী করা হচ্ছে। আগামী সাত দিন এই ধারাবাহিকতায় পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়