শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীতে চলছে কঠোর লকডাউন, শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা ও সেনা বাহিনী

পটুয়াখালী প্রতিনিধি: [২] পটুয়াখালীতে কঠোর ভাবে লকডাউন নিশ্চিত করা হচ্ছে।শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

[৩] বৃহস্পতিবার (১জুলাই) সকালে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরী প্রয়োজনে সড়ক গুলোতে কিছু কিছু মানুষ বের হলেও তারা অধিকাংশই পায়ে হেটে কিংবা রিকশায় চলাচল করছে। এ সময় তাদের সবাইকেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

[৪] এদিকে শহরের কাচাঁ বাজার ও ফার্মেসী ছাড়া জেলার সকল দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপরদিকে যেসব মানুষ মাক্স ছাড়া বাহিরে বের হচ্ছে তাদেরকে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাক্স সরবরাহ করতে দেখা গেছে।

[৫] সকালে জেলার বিভিন্ন স্থানে লকডাউন পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, শহরে আটটি মোবাইল টিম পরিচালনা করছেন এর সাথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার টিম সহযোগিতা করছেন। করোনা পরিস্থিতি ভালো জনসাধারণ কাজ ছাড়া ঘরথেকে না বের হলে লকডাউন এর সাতদিন পটুয়াখালী ভালো থাকবেন তাই পটুয়াখালী বাসির সকলের সহযোগিতা চাচ্ছি।

[৬] পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ্ বলেন, ‘শহরের বিভিন্ন এলাকা গুলোতে পুলিশ সদস্যরা কাজ করছেন। কোথাও যাতে বীনাপ্রয়োজনে কেউ ঘর থেকে বাহিরে বের না হয় সে জন্য সবাইকেই পুলিশের প্রশ্নের মুখে পরতে হচ্ছে। কাজ ছাড়া বাহিরে বের হলে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা এমনকি আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া যেসব এলাকায় জনসমাগম হতে পারে সে সব এলাকায় বাড়তি নজরদারী করা হচ্ছে। আগামী সাত দিন এই ধারাবাহিকতায় পুলিশ তাদের দায়িত্ব পালন করবে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়