শেখ সাইফুল: [২] করোনাভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাগেরহাটের মোরেলগঞ্জে কঠোর লকডাউনের প্রথমদিনে মাঠে রয়েছে সেনাবাহিনীর টহলরতটিম। সহকারি কমিশনা র(ভূমি) মো. মিকাউল ইসলাম মোবাইল কোট পরিচালনা করে ১১ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে।
[৩] বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই উপজেলার বিভিন্ন বাজারে পৌর শহরের গুরুত্বপূর্নস্থানে অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা।
[৪] মেজর তানজিল এর নের্তৃত্বে সেনাবাহিনীর এ টিমটি লকডাউনের এক সপ্তাহ মাঠ পর্যায়ে থাকবেন বলে তিনি জানিয়েছেন।
[৫] এ ছাড়াও মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক টিম মাঠ পর্যায়ে সকাল থেকেই অবস্থান করছেন। সম্পাদনা: হ্যাপি