আবুল কালাম : [২] জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের সাথী বিড়ি কোম্পানীর ৮০ হাজার ও বাংলা বিড়ি কোম্পানীর ১৩ লাখ ৫০ হাজার নকল ব্যান্ডেলের বিড়ি আটক করেছে পাবনার রাজস্ব বিভাগের কর্মকর্তারা। সোমবার সকালে রাজস্ব বিভাগের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
[৩] জেলার রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজস্ব বিভাগ জানতে পারে যে, পাবনার কয়েকটি বিড়ি কোম্পানী সুজানগর উপজেলার দুলাই গ্রাম ও সাঁথিয়া উপজেলার একাধিক স্থানে শাখা কারখানা খুলে সরকারী কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডেল ব্যবহার করে বিড়ি তৈরি করছেন। এমন সংবাদের ভিত্তিতে , গতকাল দুপুরে এসব স্থানে অভিযান চালিয়ে সাথী বিড়ি কোম্পানীর ৮০ হাজার নকল
[৪] ব্যান্ডেল/লেবেলসহ বিড়ি কারখানা গড়ে তোলা হয়েছে। সাথী বিড়ির ফ্যাক্টারি সাঁথিয়ার আলোক দিয়ার হলেও নকল ও বাংলা বিড়ি কোম্পানীর সাড়ে ১৩ লাখ নকল লেবেলের বিড়ি আটক করা হয়।
[৫] তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইতিপূর্বে এখান থেকেই মহব্বত বিড়ি ও শিহাব বিড়ির বড় একটি চালান প্রশাসন আটক করলেও অজ্ঞাত কারণে তা ছেড়ে দেওয়া হয়।
[৬] রাজস্ব বিভাগের কর্মকর্তা সোলাইমান হোসেন জানান, সাথী ও বাংলা বিড়ির ফ্যাক্টারি থেকে নকল ব্যান্ডলের বিড়ি আটক করা হয়েছে। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে এরা গোপন জায়গায় অবৈধভাবে বিড়ি তৈরি করে বাজারজাত করছে। এদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ