শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডলের বিড়ি জব্দ করেছে রাজস্ব কর্মকর্তারা

আবুল কালাম : [২] জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের সাথী বিড়ি কোম্পানীর ৮০ হাজার ও বাংলা বিড়ি কোম্পানীর ১৩ লাখ ৫০ হাজার নকল ব্যান্ডেলের বিড়ি আটক করেছে পাবনার রাজস্ব বিভাগের কর্মকর্তারা। সোমবার সকালে রাজস্ব বিভাগের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

[৩] জেলার রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজস্ব বিভাগ জানতে পারে যে, পাবনার কয়েকটি বিড়ি কোম্পানী সুজানগর উপজেলার দুলাই গ্রাম ও সাঁথিয়া উপজেলার একাধিক স্থানে শাখা কারখানা খুলে সরকারী কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডেল ব্যবহার করে বিড়ি তৈরি করছেন। এমন সংবাদের ভিত্তিতে , গতকাল দুপুরে এসব স্থানে অভিযান চালিয়ে সাথী বিড়ি কোম্পানীর ৮০ হাজার নকল

[৪] ব্যান্ডেল/লেবেলসহ বিড়ি কারখানা গড়ে তোলা হয়েছে। সাথী বিড়ির ফ্যাক্টারি সাঁথিয়ার আলোক দিয়ার হলেও নকল ও বাংলা বিড়ি কোম্পানীর সাড়ে ১৩ লাখ নকল লেবেলের বিড়ি আটক করা হয়।

[৫] তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইতিপূর্বে এখান থেকেই মহব্বত বিড়ি ও শিহাব বিড়ির বড় একটি চালান প্রশাসন আটক করলেও অজ্ঞাত কারণে তা ছেড়ে দেওয়া হয়।

[৬] রাজস্ব বিভাগের কর্মকর্তা সোলাইমান হোসেন জানান, সাথী ও বাংলা বিড়ির ফ্যাক্টারি থেকে নকল ব্যান্ডলের বিড়ি আটক করা হয়েছে। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে এরা গোপন জায়গায় অবৈধভাবে বিড়ি তৈরি করে বাজারজাত করছে। এদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়