শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডলের বিড়ি জব্দ করেছে রাজস্ব কর্মকর্তারা

আবুল কালাম : [২] জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের সাথী বিড়ি কোম্পানীর ৮০ হাজার ও বাংলা বিড়ি কোম্পানীর ১৩ লাখ ৫০ হাজার নকল ব্যান্ডেলের বিড়ি আটক করেছে পাবনার রাজস্ব বিভাগের কর্মকর্তারা। সোমবার সকালে রাজস্ব বিভাগের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

[৩] জেলার রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজস্ব বিভাগ জানতে পারে যে, পাবনার কয়েকটি বিড়ি কোম্পানী সুজানগর উপজেলার দুলাই গ্রাম ও সাঁথিয়া উপজেলার একাধিক স্থানে শাখা কারখানা খুলে সরকারী কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডেল ব্যবহার করে বিড়ি তৈরি করছেন। এমন সংবাদের ভিত্তিতে , গতকাল দুপুরে এসব স্থানে অভিযান চালিয়ে সাথী বিড়ি কোম্পানীর ৮০ হাজার নকল

[৪] ব্যান্ডেল/লেবেলসহ বিড়ি কারখানা গড়ে তোলা হয়েছে। সাথী বিড়ির ফ্যাক্টারি সাঁথিয়ার আলোক দিয়ার হলেও নকল ও বাংলা বিড়ি কোম্পানীর সাড়ে ১৩ লাখ নকল লেবেলের বিড়ি আটক করা হয়।

[৫] তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইতিপূর্বে এখান থেকেই মহব্বত বিড়ি ও শিহাব বিড়ির বড় একটি চালান প্রশাসন আটক করলেও অজ্ঞাত কারণে তা ছেড়ে দেওয়া হয়।

[৬] রাজস্ব বিভাগের কর্মকর্তা সোলাইমান হোসেন জানান, সাথী ও বাংলা বিড়ির ফ্যাক্টারি থেকে নকল ব্যান্ডলের বিড়ি আটক করা হয়েছে। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে এরা গোপন জায়গায় অবৈধভাবে বিড়ি তৈরি করে বাজারজাত করছে। এদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়