শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে বিজিবির অভিযানে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারীসহ আটক ৪

জামাল হোসেন : [২] চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার করিমপুর বাজারে হতে বিজিবির অভিযানে সোমবার সকালে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারীসহ ৪ আটজন বাংলাদেশী নাগরিককে আটক করেন।

[৩] সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮)এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

[৪] তিনি জানান, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনস্ত জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার করিমপুর বাজারের বাবু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে একজন নারীসহ পাঁচজন বাংলাদেশী নাগরিকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়।

[৫] আটককৃত ব্যক্তিরা হলেন, মাগুড়া জেলার সদর থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস(২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩)।

[৬] আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করা ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়