শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ১১:৪৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর মগবাজারে বিস্ফোরণ ঘটনায় ৬০ জনের বেশি আহত: ফায়ার ডিজি

সুজন কৈরী: মগবাজার ওয়ারলেস এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে ৬০ জনের বেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন। কিভাবে এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন। তখন বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর মহাপরিচালক সাজ্জাদ হোসাইন বলেন, ৭টা ৩৪ মিনিটে আমরা খবর পাই। আমাদের টিম এখানে আসে। এটি একটি তিন তলা বিল্ডিং। এর নিচতলায় ফাস্টফুডের দোকান, দ্বিতীয় তলায় সিঙ্গারের একটি গোডাউন ছিল। বিস্ফোরণের কারণটা আসলে কি তা প্রাথমিকভাবে এখনো জানা যায়নি। বিস্ফোরণের কারণ জানতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।

ভবনটি আগে থেকেই ঝুকিপূর্ণ ছিল কিনা এবং ঘটনাটি কোনো ধরনের নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানান, তদন্ত শেষে এ বিষয়ে জানানো হবে।

তিনি বলেন, 'আমরা কোন বড় এভিডেন্স পাইনি। আমারা ধারণা করছি, গ্যাস বা এ জাতীয় কোনো কিছুর মাধ্যমে বিস্ফোরণ ঘটতে পারে। আমরা পরীক্ষা করছি। আসলে এখানে কি ঘটেছিল তদন্ত করার পরে আমরা তাদেরকে জানিয়ে দিতে পারব। আমরা সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিয়ে দিব।'

ঢাকা মেডিকেল কলেজে ৩৯ জন, শেখ হাসিনা বার্ন ইউনিটে ১৭ জনসহ বিভিন্ন হাসপাতালে আহত হয়ে ৬০ জনের বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন ফায়ারের মহাপরিচালক।

সেখানে গ্যাসের সংযোগ ছিল। তবে সে সংযোগ বৈধ নাকি অবৈধ তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

এছাড়া ভবনটির সামনের সড়কে উন্নয়ন কাজ চলমান ছিল। সেখানে কোনো গ্যাস সংযোগ ছিল কিনা, সেখান থেকে বিস্ফোরণ হয়েছে কিনা তাও দেখা হবে বলে জানান সাজ্জাদ হোসাইন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়ারলেস এলাকার আউটার সার্কুলার রোড এর ৭৯ নম্বর ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের নিচতলার সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বিস্ফোরণের আঘাত লাগে সামনের সড়কের দুপা‌শে চলমান দু‌টি বাসে। এ সময় বাসের মধ্যে থাকা যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার শিকার হওয়া ভবনটির আশপাশের ভবনের কাচ তীব্র বিস্ফোরণের চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এসময় সড়কে চলমান পথচারী এবং আশপাশের বাসিন্দারা আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়