মিনহাজুল আবেদীন:[২] শনিবার (২৬ জুন) যমুনা টিভির এক প্রতিবেদন জানায়, ঢাকার বাইরে থেকে রোগীরা আসলে তাদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হচ্ছে। ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে সাধারণ শয্যার সংখ্যা ৭০৫। এর মধ্য রোগি ভর্তি আছে ৩০৫ জন। ২০টি আইসিইউ বেডের একটিও খালি নেই।
[৩] সরেজমিনে দেখা যায়, আগের তুলনায় এখন বিভিন্ন জেলা থেকে রোগী আসার কারণে চাপ একটু বেশি।
[৪] এদিকে কুর্মিটোলা হাসপাতালে রোগীর তেমন কোনো চাপ নেই বলে তথ্য পাওয়া গেছে। সম্পাদনা: মহসীন