হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে কঠোর লকডাউনেও হঠাৎ করেই বেড়ে চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তাইতো, "পাঁশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর" এ স্লোগানকে সামনে রেখে পুলিশের একটি পিকআপে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে ফরিদপুর জেলা পুলিশ। হঠাৎ করে ফরিদপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের এ উদ্যোগ।
[৩] ফরিদপুর পুলিশ লাইন্সের রিজার্ভ কর্মকর্তা-১ উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে সেবামূলক এ কাজে সহযোগিতা করছেন ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল সহযোগী মো. শাহজাহান।
[৪] আনোয়ার হোসেন জানান, ফরিদপুরে হঠাৎ করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসপি স্যারের নির্দেশে আমরা এ উদ্যোগ নিয়েছি। যে কেউ ফোন করলেই আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেখানে ছুটে যাচ্ছি।
[৫] ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘জেলায় করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় অক্সিজেনের চাহিদা অনেক বেড়ে গেছে। তাইতো জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ জুন) ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি