শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের চৌগাছায় এক‌দি‌নে ৩৩ জ‌নের ক‌রোনা ভাইরাস শনাক্ত

র‌হিদুল খান : [২] যশোরের চৌগাছায় নতুন করে ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে এই রিপোর্ট এসে পৌঁছেছে।

[৩] নতুন করে শনাক্তরা হলেন, পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশ্বাসপাড়ার মেহেদী (৪০), মুকুল হোসেন (৪২), শিহাব হুসাইন (১৮), শাওন হুসাইন (১৯), সাফিয়া খাতুন (৬০), কহিনুর (৪৫) ও মফিজুর রহমান (২৭)। পৌরসভার ৬নং ওয়ার্ডের বাকপাড়ার হাসিনা (৬৫), দেলোয়ারা (৫৯), তামান্না তাবাসসুম (২৮), ঋষিপাড়ার রায়হান উদ্দিন (৪৭) ও নিরিবিলি পাড়ার কাজী সালেহ মাহমুদ (৩৫)। ২নং ওয়ার্ডের পাঁচনমনার মনির হোসেন (৪৯), থানাপাড়ার সন্ধ্যা রাণি বাইন (৬০), মাহবুববুর (৪৫)। ৩নং ওয়ার্ডের কংশারীপুরের নাছিমা (৪০) ও রত্না (২৫), তারনিবাসের ছাহেরা বেগম (৪০)। ৭নং ওয়ার্ডের বাজারপাড়ার রাশিদা খাতুন (৬৫), ১নং ওয়ার্ডের ইছাপুরের তরিকুল (২৭), ৯ নং ওয়ার্ডের চাঁদপুরের আমজাদ হোসেন (৭৫), উপজেলা কৃষি অফিসের কামরুল হাসান (২৫)। উপজেলার সুখপুকুরিয়া গ্রামের জাহাঙ্গীর (৬০), রোস্তমপুরের শরিফুজ্জামান (৩৮), সিংহঝুলির জবেদা বেগম (৫৫), কয়ারপাড়ার মোতালেব (৬৩), টেঙ্গুরপুরের রিয়াজ (১৯), দশপাকিয়ার মুসা (৪০), মাশিলার আবু বকর (৪২), নারয়নপুরের সুমন (২৮), হাজিপুরের (২৬), ধুলিয়ানীর হাফিজুর (৪৫) এবং নিয়ামতপুরের মনোয়ার (৪৮)।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি বলেন গত ২১ জুন থেকে ২৪ পর্যন্ত উপজেলার মোট ৮৪ জনের করোনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরমধ্যে ২৩ জুন পর্যন্ত ৫৯টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৫৬ শতাংশ।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়