শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ১২:৩৪ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনগরে যুবককে অপহরণ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্বপন দেব: [২] মৌলভীবাজারের রাজনগরে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় এক যুবককে অপহরণ করে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ৩৬ ঘন্টা পর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ওই যুবককে চাঁদনীঘাট মনু নদীর ব্রীজের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২৪ জুন রাতে অপহরণের শিকার যুবকের পরিবার এ তথ্য সাংবাদিকদেরকে জানান।

[৩] অপহরণের শিকার যুবকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজের ঘটনায় তার মা রাজনগর থানায় সাধারণ ডায়েরি (নং ১০৫৮) করেছেন।

[৪] যুবকের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ভুজবল গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মাহিদ তালুকদার (১৯) গত ২১ জুন সোমবার সকাল ১০ টায় এনজিও সংস্থা ব্র্যাকের কিস্তি ও মুন্সিবাজার ইসলামী ব্যাংকে জমা দিতে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে বের হয়। ব্র্যাকের সংশ্লিষ্ট অফিসারের সাথে বিলম্বে কিস্তি দেয়ার কারণে কথা কাটাকাটির জেরে কিস্তি না দিয়েই সে ব্র্যাক অফিস থেকে বেরিয়ে যায়।

[৫] এসময় একটি সিএনজি অটোরিক্সা যোগে মুন্সিবাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় পথে কর্ণিগ্রাম এলাকায় সিএনজিতে থাকা ৪ জন লোক চেতনানাশক পদার্থ স্প্রে করে তাকে অজ্ঞান করে। জ্ঞান ফেরার পর তাকে অজানা একটি কক্ষে রেখে নির্যাতন করে। সেখান থেকে বের করে তার চোখ বাঁধা অবস্থায় গাড়িতে করে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে অপহরণকারীরা।
পরে মঙ্গলবার রাতে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় মনুনদীর ব্রীজ থেকে নিচে ফেলে যায় তারা। তার চিৎকারে কয়েকজন পথচারী সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে জানালে তারা গিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে শহরের নূরজাহান হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিখোঁজের ঘটনায় ২২ জুন রাজনগর থানায় তার মা সুফিয়া বেগম সাধারণ ডায়েরি করেন। এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

[৬] অপহরণের শিকার আব্দুল মাহিদ তালুকদার ২৪ জুন রাতে মুঠোফোনে জানায়, অপহরণ করে অচেতন অবস্থায় আমার কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। পরদিন রাতে আমাকে মনুনদীর ব্রীজের নিচে ফেলে গেলে আমার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। সে অসুস্থ থাকায় তাৎক্ষণিক তার বক্তব্য নেয়া যায়নি। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়