শিরোনাম
◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ভারতের বিকল্প খুঁজে পেল বাংলাদেশ, পেঁয়াজ আমদানির নতুন ভরসা পাকিস্তান ◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গবেষণা বলছে, মহামারির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু কমেছে দুই বছর

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বুধবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত মেডিকেল জার্নালের একটি গবেষণায় দেখা গেছে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু ছিলো ৭৮.৭৪ বছর। সেটা ২০২০ সালে এসে দাঁড়িয়েছে ৭৬.৮৭ বছর। গত বছর দেশটিতে কোভিড ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৫ হাজার মানুষের। আর চলতি বছর এখন পর্যন্ত মারা গেছে ২ লাখেরও বেশি। গবেষণার জন্য সকল তথ্য সংগ্রহ করা হয়েছে ন্যাশনাল সেন্টার ফর হেল্থ স্টাটিস্টিক থেকে (সিডিসি)।

[৩] গবেষণায় দেখা গেছে, সব থেকে বেশি আয়ু কমেছে হিস্পানিকদের। তাদের কমেছে ৩.৮৮ বছর। এরপর কৃষ্ণাঙ্গদের কমেছে ৩.২৫ বছর। সব থেকে কম কমেছে শে^তাঙ্গ মার্কিনিীদের। তাদের কমেছে ১.৩৬ বছর।

[৪] ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষণার অন্যতম লেখক স্টিভেন ওলফ বলেন, আমেরিকানদের এই বয়স হ্রাস পাওয়া দেখে আমি অবাক হয়েছি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর মানুষের আয়ু এতো হ্রাস পেতে আমি আর দেখেনি।

[৫] গবেষণায় আরো দেখা গেছে, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আমেরিকানদের বয়স বেড়ে ছিলো ০.০৮ বছর। অবশ্য কোভিড মহামারির মাধ্যেও গড় আয়ু বেড়েছে নরওয়ের ও নিউজিল্যান্ডের মানুষের।

[৬] গবেষণা আরো দেখা গেছে, অর্থনৈতিকভাবে উন্নতশীল দেশ যুক্তরাষ্ট্র কোভিড মহামারিতে খুবই খারাপ অবস্থায় গেছে। দেশটিতে কোভিডে মারা গেছে ৬ লখেরও বেশি মানুষ। দেশিটিতে জানুয়ারির দিকে প্রতিদিন প্রায় ৩শ মানুষ কোভিডে মারা যেতো। ব্লাক ও হিস্পনিক আমেরিকানরাই বেশি মারা গেছে। অবশ্য অর্থনৈতিকভাবে উন্নতশীল দেশ সুইডেন আমেরিকার থেকে অনেক ভালো অবস্থায় আছে। সেই দেশে কোভিডে মৃত্যু ও শনাক্ত যুক্তরাষ্ট্রের থেকে অনেক কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়