শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ১১:৩২ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২১, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গবেষণা বলছে, মহামারির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের গড় আয়ু কমেছে দুই বছর

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বুধবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত মেডিকেল জার্নালের একটি গবেষণায় দেখা গেছে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু ছিলো ৭৮.৭৪ বছর। সেটা ২০২০ সালে এসে দাঁড়িয়েছে ৭৬.৮৭ বছর। গত বছর দেশটিতে কোভিড ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৫ হাজার মানুষের। আর চলতি বছর এখন পর্যন্ত মারা গেছে ২ লাখেরও বেশি। গবেষণার জন্য সকল তথ্য সংগ্রহ করা হয়েছে ন্যাশনাল সেন্টার ফর হেল্থ স্টাটিস্টিক থেকে (সিডিসি)।

[৩] গবেষণায় দেখা গেছে, সব থেকে বেশি আয়ু কমেছে হিস্পানিকদের। তাদের কমেছে ৩.৮৮ বছর। এরপর কৃষ্ণাঙ্গদের কমেছে ৩.২৫ বছর। সব থেকে কম কমেছে শে^তাঙ্গ মার্কিনিীদের। তাদের কমেছে ১.৩৬ বছর।

[৪] ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষণার অন্যতম লেখক স্টিভেন ওলফ বলেন, আমেরিকানদের এই বয়স হ্রাস পাওয়া দেখে আমি অবাক হয়েছি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর মানুষের আয়ু এতো হ্রাস পেতে আমি আর দেখেনি।

[৫] গবেষণায় আরো দেখা গেছে, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আমেরিকানদের বয়স বেড়ে ছিলো ০.০৮ বছর। অবশ্য কোভিড মহামারির মাধ্যেও গড় আয়ু বেড়েছে নরওয়ের ও নিউজিল্যান্ডের মানুষের।

[৬] গবেষণা আরো দেখা গেছে, অর্থনৈতিকভাবে উন্নতশীল দেশ যুক্তরাষ্ট্র কোভিড মহামারিতে খুবই খারাপ অবস্থায় গেছে। দেশটিতে কোভিডে মারা গেছে ৬ লখেরও বেশি মানুষ। দেশিটিতে জানুয়ারির দিকে প্রতিদিন প্রায় ৩শ মানুষ কোভিডে মারা যেতো। ব্লাক ও হিস্পনিক আমেরিকানরাই বেশি মারা গেছে। অবশ্য অর্থনৈতিকভাবে উন্নতশীল দেশ সুইডেন আমেরিকার থেকে অনেক ভালো অবস্থায় আছে। সেই দেশে কোভিডে মৃত্যু ও শনাক্ত যুক্তরাষ্ট্রের থেকে অনেক কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়