শিরোনাম
◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালোড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান, নৌকা ২৭৩

জিএম মিজান: [২] বগুড়ার দপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মেহেরুল ইসলাম অটোরিকশা প্রতীক নিয়ে ২,২৫৪ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারুল করিম তালুকদার (আনারস) পেয়েছেন ১,৯৬৩ ভোট। সরকার দলীয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক টিপু পেয়েছেন ২৭৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী শফির উদ্দীন (মোটরসাইকেল) পেয়েছেন ১,৯২৭ ভোট। জাতীয় পার্টির অশোক কুমার দেব (লাঙ্গল) পেয়েছেন ১,৫৪৮ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মিনহাজুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৫১৪ ভোট।

[৩] উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রুহুল আমিন এ প্রতিবেদককে বলেন, এই নির্বাচনে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছে। এছাড়াও সদস্য পদে মোট ২৭জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে সাধারণ সদস্য পদে ৯জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩জন নির্বাচিত হয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়